ওয়াইসি সন্মেলন এবং অনুপস্থিত প্রধানমন্ত্রীরকবিতা
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৫ এপ্রিল, ২০১৬, ১০:০৪:২৬ সকাল
নয়টি বিদেশী ডক্টরেট ডিগ্রী অনারারী,
আমাদের দিদিমনির পায়ে খায় গড়াগড়ি!
আরো কিছু ডিগ্রী পারা যাচ্ছে না আনতে,
সময়ের অভাবটা তার কেউ চায়না জানতে!
ডিগ্রী আনতে বিদেশ ভ্রমন ক্লান্তিহীন তার,
মনে হয় কথা মার্কোপোলো বা ইবনে বতুতার!
আজব সব পুরস্কার,নাম না জানা সংগঠন,
তাতেও নাঁচে মন তার পেলে সে নিমন্ত্রণ |
গলায় ঝোলানো মেডেল, হাসিমাখা মুখ,
সেই সব দেখেই দিদিমনির যত সুখ |
শুধু ইসলামের নামে তার হয় যত চুলকানি,
কুরআন সুন্নাহর সাথেই তার যেন দুশমনি |
মুসলিম দেশ হয়েছে মিলিত ওয়াইসির সভায়,
মুসলিম প্রধান বাংলাদেশ নেত্রী নেই তাতে হায়!
যাবে না সে সভায় সিসি নামের মিশরীয় স্বৈরাচার
তার সাথেই মিতালি পাতায় দিদিমনির সরকার!
বিদেশে আনন্দ ভ্রমন লটবহর সাথে পুত্র কন্যা বউ,
সমস্যা শুধু ভ্রমনে মুসলিম দেশ,মুসলিম হলেই কেউ |
মুসলিমের প্রধান এই দেশে এ'লজ্বা রাখি কোথায়!
ইসলামের খেদমতে তবুও নাকি তার জীবন যায় |
বিষয়: বিবিধ
১২১৪ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন