'পেন ইজ মাইটার দ্যান সোর্ড'
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৩ এপ্রিল, ২০১৬, ০৯:৩২:১৫ সকাল
(মাহমুদুর রহমান শ্রদ্ধা ভাজনেশু…)
'পেন ইজ মাইটার দ্যান সোর্ড' প্রবাদ বাক্যটির মানে
মালেক স্যারের ক্লাসে শুনেছিলাম প্রথম, কবে কে জানে!
প্রবাদের অর্থ বুঝিয়েছিলেন স্যার কতবার, কত দিন ভর,
কে জানতো সে অর্থ তবুও না বোঝা থাকবে এত দিন পর!
স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শেষ হয়ে কতটা সময় হলো পাড় ,
দ্যাখা হলো,শোনা হলো কতো তবুও কি বোঝা হলো অর্থ তার ?
এখন সাংবাদিক,সংবাদ আর তার সংবাদপত্র,
অট্ট হাসির খোরাক দিন রাত হয় যত্রতত্র |
তরবারির ক্ষুরধার হারিয়েছে এখন সাংবাদিকের কলম ,
সাংবাদিকের লেখা হয়েছে আজ খুজলি পাচড়ার মলম |
পঙ্কিল গোবরেও কখনো কখনো ফোটে যেমন পদ্ম ফুল
এদেশেও এখনো জন্মে মাহমুদুর রহমান করে ভুল!
গণতন্ত্রের বহ্নি শিখা নেভাতে মিথ্যার দুর্গ গড়েছে শাসক স্বৈরাচারী
মাহমুদুর রহমানের কলম হয়েছে বিরুদ্ধে তার জেহাদের তরবারি |
স্বৈরাচারের বিরুদ্ধে ছিলনা মারনাস্র, ছিল কলম আর সত্য ভাষণ,
তাতেই বেসামাল অবৈধ সরকার, কাঁপে তার স্বৈরাচারী শাসন |
বিচারহীনতার এই দেশে আইন আদালত অন্ধ এখন, বধির আর কালা,
সত্য ভাষণ, সত্য কথন আনে শুধুই জেল জুলুম আর জ্বালা |
অন্যায় সাজা মাথায় নিয়ে মাহমুদুর রহমান জেলের অন্তরালে কত বছর !
আজ বুঝেছি 'পেন ইজ মাইটার দ্যান সোর্ড' মানে কি এতোদিন পর |
বিষয়: বিবিধ
১১৩৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন