কবি নির্মলেন্দু গুনের স্বাধীনতা পদক প্রাপ্তিতে কবিতা
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৬ মার্চ, ২০১৬, ১০:৫৭:৪০ রাত
ভাবছি ফেসবুকের একাউন্ট একটা খুলেই ফেলবো,
তোষামোদির স্ট্যাটাসে সে পেজ শুধুই ভরবো|
প্রধানমন্ত্রীর স্তুতি, জাতির জনকের বন্দনা,
ভরলে সে ফেসবুক পেজ জানি হবে মন্দ না |
কারো মন তাতেও না যদি গলে,
হৃদয় ব্যথার পদ্মা ভরে যদি জলে,
তখন ছুড়ব স্টাটাসের ব্রহ্মাস্র |
ইনিয়ে বিনিয়ে চেতনা গাঁথা অজস্র,
গাঁথবো, তাতেও সিদ্ধনা না হলে মনস্কামনা,
প্রধানমন্ত্রীর কাব্যগাঁথা ফেসবুকে করবো রচনা |
নির্লজ্জ্ব পাবার দাবি জানাবো স্ট্যাটাসে ক্ষুরধার,
কে থামায় আমার প্রাপ্তি কোনো মহা পুরস্কার !
নির্গুণ কবির জুটলে স্বাধীনতা পদক ফেসবুকের স্ট্যাটাসে,
কে জানে হবে না উজ্জ্বল সূর্যোদয় এ'অভাগার ভাগ্যাকাশে ?
বিষয়: বিবিধ
১৩২২ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ |
অনেকের দিক থেকে উনি এগিয়ে ছিলেন কারণ , উনি যে দাদাশ্রেনীর ।
মন্তব্য করতে লগইন করুন