এতো হয়নি কোনো হিরক রাজার দেশ
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৫ মার্চ, ২০১৬, ০৯:২৯:০৯ সকাল
এতো হয়নি কোনো হিরক রাজার দেশ!
এতো লজ্বার তিলক আঁকা বাংলাদেশ |
এমনতো নয় কোনো তনু ধর্ষিত হয় নি কখনো ,
প্রতিদিনের অনুক্ষণতো এইসব অঘটনেই সাজানো |
এইতো আমার বাংলাদেশ চলছে স্বাধীনতার চেতনায়,
নীতি ন্যায় ধর্ম সংস্কৃতি বিলীন আজ সরকারী ঘোষণায় |
ইন্ডিয়ান টিভি সিরিয়াল, চব্বিশ ঘন্টা নাঁচ গান বাদ্দ্য,
অশ্লীলতাই বিজ্ঞাপন আজ, শ্লীলতার হয়েছে আজ শ্রাদ্ধ |
সরকারী প্রচারনায় এই অশ্লীলতা আরো চলবে,
আজ তনু ধর্ষিত,মৃত কাল হবে না কেউ আর কে তা বলবে?
বেডরুম নিরাপত্তা যাবে না দেওয়া শুনেছি প্রধানমন্ত্রীর ঘোষণা,
দিনে দুপুরে ক্যান্টনমেন্টেও কি কেউ সে নিরাপত্তা পাবেনা?
বিষয়: বিবিধ
১১৪৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন