মন্ত্রী আশরাফ সাহেবের জন্য কবিতা
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৮ জানুয়ারি, ২০১৬, ০৯:৪২:১৩ সকাল
কথা ছিল চুপচাপই থাকব জীবনভর
বাঙালিইতো আছি ভিতরে বাইরে নিয়ে এই অন্তর |
প্রবাদেইতো আছে বোবার কোনো শত্রু নেই,
সেওতো জেনেছি প্রায় শিশুবেলায়, সেই কবেই |
তারপরও কি জ্বালায় পড়ে যে এই কবিতা লিখলাম ,
জানিনা তার কিছু কি আদৌ বোঝাতে পারলাম !
এরই মধ্যে হাসির কি যে এক মারাত্মক এটম বোম,
ফাটালেন আশরাফ সাহেব আমাদের হিরোশিমা করে একদম !
এই জমানায় ভোট পরেনি কখনো নাকি কোনো জাল,
জানিনা কোন তরলে তিনি ছিলেন নাকি পুরোই টাল |
শূন্য ভোট কেন্দ্র, ফটোতে শুধু তিনটে কুকুর দেখা যায়,
তবুও যদি সে কেন্দ্রে নব্বুই ভাগ ভোট পড়ে হায় !
আসমান থেকে নাজিল হয়েছে নাকি ভোট বাক্স ভর্তি,
আশরাফ সাহেব ছিল জানার শুধু এইটুকুই আর্তি |
হাসতে হাসতে কাশতে কাশতে জীবন যায়,
পারেও বাবা এরা ভাড়ামি করতে হায় !
বিষয়: বিবিধ
১০৮৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন