'মুক্তিযুদ্ধ চেতনা’, তুমি আমার মোল্লা নাসিরুদ্দিনের ফুক

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৭ ডিসেম্বর, ২০১৫, ০৮:০৬:৪৬ রাত

‘মুক্তিযুদ্ধ চেতনা’,তুমি মোল্লা নাসিরুদ্দিনের ফুকের মত অলৌকিক

যে ফুকে ঠান্ডা হয় গরম, গরম ঠান্ডা হয় ঠিক ঠিক |

মুক্তিযোদ্ধা লড়েছে নয় মাস দেশ বাঁচাতে কঠিন মরণপন যুদ্ধ,

সেই মুক্তিযোদ্ধাই কেউ হয় কাটিয়ে কলকাতায় বা থেকে কারারুদ্ধ |

সম্মুখ সমরে জীবন দিয়েছে শহীদ, মৃত্যুতে যে লিখেছে জীবনের গান,

সেই শহীদ খেতাবও পাবে কেউ সরকারী চাকুরিতে করে দিন গুজরান|

একাত্তুরে কেউ করে মুরগি ব্যবসা, কেউ কাটায় সরকারী প্রহরায়,

রাজাকারের আস্তানায়, স্বাধীনতা বুলিতে আজ তারাই রাজপথ কাঁপায়!

সরকারী ভাতা গুনে, সুবিধা নিয়ে মুক্তিযুদ্ধের দিন কাটায় যার পরিবার,

‘মুক্তিযুদ্ধ চেতনায়’ তারা হয়েছে স্বাধীনতার ত্রাতা, অন্য সবাই রাজাকার |

বেয়াই আর বেয়াইয়ের বাপ হলে হোকই না চিহ্নিত রাজাকার,

তাতে কি মুক্তিযুদ্ধ চেতনায় তারা হয়ে গেছে ধ্বজাধারী আজ স্বাধীনতার !

সম্মুখ সমরে যুদ্ধে মেতেছে যারা ভুলে পরিবার মুক্তিযুদ্ধের নয় মাস,

‘মুক্তিযুদ্ধ চেতনা’করেছে তাদের রাজাকার, হায় কোন দেশে করি বসবাস!

বিষয়: বিবিধ

১২০০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355424
২৭ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৩৭
শেখের পোলা লিখেছেন : এরই নাম চেতনা,চলবেনা কোন সমালোচণা৷ এরই নাম যুদ্ধ, রাজাকার দেশ শুদ্ধ৷
২৭ ডিসেম্বর ২০১৫ রাত ১০:০২
295148
কাব্যগাথা লিখেছেন : শেখের পোলা:ঠিকই বলেছেন!ধন্যবাদ মন্তব্যের জন্য|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File