জঙ্গী জঙ্গী খেলা ...

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৫ ডিসেম্বর, ২০১৫, ১০:১০:১৬ রাত

হাঃ হাঃ করে শুধুই হাসছি ,

সংবাদ শুনে কত কি যে ভাবছি!

চিচিং বুঝি ফাক হয়ে,

এবার এসেছে বেড়িয়ে|

পেছনে লুকোনো সব সত্য,

কে আনলো দেশে জঙ্গি নামের দৈত্য|

লুকিয়েছিল জঙ্গি, শহরে গেড়েছিল আস্তানা

বাড়িটি নাকি আবার বুবুপন্থী নেতার মালিকানা!

এ’দেশটাতে দারিদ্র, ক্ষুধার কষ্ট ছিল যদিও,

তবুও তাতে মিশে ছিল সুখ শান্তির ছবিও|

মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান,

সবাই মিলে শান্তির সহাবস্থান |

সে বাংলাদেশইতো ছিল সবার জানা,

ইতিহাসে কোথায় আছে এদেশের জঙ্গীপনা?

চেচিয়ে তালেবান, জেএমবি, আল কায়েদা,

কে তুললো শুধু নগদ নগদ ফায়েদা?

হরকত, আনসারুল ইসলাম ,

আইএস, কত কি যে শুনলাম!

কে বলে জনতার মন জিতেই তবে ,

ক্ষমতার স্বাদ শুধু পেতে হবে!

নিয়ে মৌলবাদী, ইসলামী জঙ্গী কার্ড খেলা,

ক্ষমতার সিড়ি বেয়ে কে এলো এই বেলা?

সত্তুর বছর বৃদ্ধ থেকে শিশু বয়সী বারো মাস,

গ্রেফতার করে জঙ্গী ধরার কি উল্লাস!

এবারতো বুবুর জঙ্গি কার্ড খেলার হলো গোমর ফাস,

জানতে চাই, তার জেল জরিমানা কতো বছর, কতো মাস?

বিষয়: বিবিধ

১০৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File