ইচ্ছে হয় হয়ে যাই হেলাল হাফিজের গ্রামের ছেলেটার মত

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৭ ডিসেম্বর, ২০১৫, ১২:২০:৫০ দুপুর

ইচ্ছে হয় হয়ে যাই হেলাল হাফিজের গ্রামের ছেলেটার মত,

চু..বলে দিনভর আজ গালিগালাজ করি নেতা নেত্রী যত |

দেশবাসী, সবাই জয় বাংলা বলে শোনো, চুপচাপ থাকো ,

অশ্রাব্য শব্দাবলী যদি কিছু শোনো আঙ্গুলে দু ‘কান ঢাকো |

কলিকালে আমার সভ্যভব্য কোনো ব্যবহার হয়নি রপ্ত ,

বিশ্ব অসহিষ্ণুতার খেতাব আমি সদ্য হয়েছি প্রাপ্ত |

আরো খেতাব আছে ভান্ডারে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন,

যত হোক মন ভার, সত্যি তা অশ্রুসজল যদিও হয় দু’নয়ন |

বৃহত্তম গণতন্ত্রের ছায়ায় গজানো গণতন্ত্রের ছদ্মবেশে

অগৌরব খেতাব জুটেছে স্বৈরাচারের এই বাংলাদেশে |

ক্রুদ্ধ আমি, ক্ষুদ্ধ আমি, ক্ষিপ্ত আমি, এ'নয় আমার সরকার,

ক্ষ্যান্ত হ দুঃশাসন, তোর্ ডিজিটাল উন্নয়নের নেই আমার দরকার |

বিষয়: বিবিধ

১১২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File