বিদায় তাবেলা

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২২ অক্টোবর, ২০১৫, ১১:০৪:৫৯ সকাল

টাইবার নদীর তীর থেকে,

বাংলাদেশের কোন ছবি একে

দূর পশ্চিমের ইতালি থেকে এসেছিলে?

জানিনা, এই সবুজ শ্যামলে কি দেখেছিলে!

কোনো বর্ষায় প্রমত্ত পদ্মার বহমান গতিতে,

অথবা পালতোলা নৌকার ছুটে চলা ছবিতে,

মনেপড়ে ছিল কি, দ্বিগবিজয়ে যেমন যেত রোমান বাহিনী,

না কি কৃষকের জীবনযুদ্ধে দেখেছিলে সিজারের শৌর্য কাহিনী?

জানোনি কি পদ্মার এই বদ্বীপ নেইতো আর সবুজ শ্যামল

এখানে দিন রাতে হানা দেয় কেবলই অমঙ্গল |

এ’দেশ হয়ে গেছে আজ মৃত্যু উপত্যকা,

শুভ দিনের কতকাল মেলেনা আর দেখা !

সরকারের হিংস্র ছোবলে এখানে মৃত সব প্রতিবাদ, সংগ্রাম ,

গুম, খুন, অত্যাচার, অবিচার তাই বুঝি প্রতিদিন অবিরাম |

সুশাসন, নীতি, ন্যায়, সুবচন নির্বাসনে আজ,

বানরেরা বুঝি নাঁচে পেয়ে মাথায় ক্ষমতার তাজ |

পথ ভুলে বুঝি এসেছিলে এদেশে, ছিল বড় অবেলা

শোকার্ত বুকে, মৌন মুখে আজ শুধুই বলি, বিদায় তাবেলা |

বিষয়: বিবিধ

৯১৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

346827
২২ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৪১
নাবিক লিখেছেন : বিদায় তাবেলা
২২ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৩০
288021
কাব্যগাথা লিখেছেন : নাবিক:কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File