একদিন ঢাকায় হঠাত জলাবদ্ধতায়
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:১০:৪৩ সকাল
ভাদ্রের তালপাকা গরম সেও তুচ্ছ করেছি হেলায় ,
আকাশ ভরা ছিল মেঘের আল্পনা দ্বিপ্রহরের বেলায় |
উদ্দেশ্যহীন রিক্সায় ঘুরাঘুরির আনন্দে ছিল মন ভরপুর,
হটাতই হতাশার অমানিশায় বদলে গেল বর্ষার দুপুর |
শহরের চেনা পথঘাট, কত ধুলোবালি যার গাঁয়ে মেখেছি,
বিশ্বাস হোলোনা সেই পথ চলতে কাল কি দেখেছি!
স্বাধীনতার চেতনায় উজ্জীবিত ডিজিটাল উন্নয়নের নমুনায়,
ধানমন্ডির চেনা পথ বদলে গেছে বুঝি পদ্মা, মেঘনা বা যমুনায়!
গণতন্ত্র প্রবাসী, বিচারের বাণী আজ কাঁদে প্রকাশ্যে,
নীতি,ন্যায়, নিয়েছে বিদায় দুরাচার বুঝি শুধু হাসে |
মুখবন্ধ দমবন্ধ, হত্যা, গুম খুনের বাংলাদেশে,
আকাশ অঝোরে কি কাঁদলো আজ বৃষ্টির ছদ্দবেশে?
প্রিয় ঢাকা তুমি নও শুধু তৃতীয় বিশ্বের এক রাজধানী
শহর, এই হৃদযে তুমি ছিলে, আছো হয়ে চির রাজরানী |
আমার মনের ঘৃনাটুকু সব, আজ যত অভিশপ্ত উচ্চারণ
তাদের জন্য শুধু, বাসযোগ্য রাখতে তোমায় ব্যর্থ যেই প্রশাসন |
বিষয়: বিবিধ
৯৩০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বৃষ্টি হলে সেই পানির নিষ্কাশন ব্যবস্থা ঢাকা শহরের নেই , এটা আমি গত ৩০ বছর থেকেই দেখে আসছি ।
মন্তব্য করতে লগইন করুন