ঢাকা শহরের মেয়র সাহেব

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৩ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৫৭:৩৩ রাত

আমাদের ঢাকা শহর,

তার আছে এক মেয়র |

নাম তার আনিসুল হক,

পোশাক আষাক তার ঝকমক |

ভোটহীন নির্বাচনে আসলেন,

সরকারী আশির্বাদে ভাসলেন |

রাস্তায় ঝাড়ুদাড়ি করলেন,

ঢাকাবাসীর মনকি পেলেন?

কাজ নেই কাম নেই ,

যেন নিধিরাম সর্দার !

যখন যা করা দরকার ,

ভুলে যায় তা করতেই |

হাসি অভিনয়ে যত পাকা সে,

মেয়র হিসেবে ততটাই ফাক্যাসে |

হাক দেয় ডাক দেয়, হায়

কাজ কিছু হয়না আর|

বৃষ্টিতে ঢাকা ডুবে যায়,

প্রশাসন শুধু চেয়ে দেখে তার!

বিষয়: বিবিধ

৮১৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339326
০৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:৫৪
নাবিক লিখেছেন : হাহ্
০৪ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:১৪
280872
কাব্যগাথা লিখেছেন : নাবিক:মন্তব্যের জন্য ধন্যবাদ|
339369
০৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৫৪
হতভাগা লিখেছেন : মেয়রগিরি করলে উনার ব্যবসা সামলাবে কে ?
০৪ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:১৪
280873
কাব্যগাথা লিখেছেন : হতভাগা:ধন্যবাদ,মন্তব্যের জন্য|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File