ভোটার তালিকার হাল নাগাদে ভাবনা

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৬ আগস্ট, ২০১৫, ০৮:১৪:০৬ সকাল

ইসি বিশাল ঘোষণা দিয়ে দিয়েছে,-

ভোটার তালিকা হাল নাগাদ তাই হয়েছে |

ভোটের অধিকার করে পুরোই বরবাদ,

হাল নাগাদ করলেই কি আসবে গণতন্ত্রের স্বাদ?

কি হবে দিলে দেশে নতুন নির্বাচন,

ভোট আনে যদি গণতন্ত্রের নির্বাসন?

ভোটচুরির সরকারে গণতন্ত্র পালালে পরবাসে,

হাল নাগাদে জনগনের কিইবা যায় আসে!

গণতন্ত্র, তুমি রইলে বদ্ধ সংসদের চার দেয়ালে,

মন্ত্রী, প্রধান মন্ত্রী, সাংসদের বক্তৃতার আড়ালে |

হায়, সে ভাষণে সত্য লুকিয়ে যদি থাকত লেশ মাত্র !

গণতন্ত্র,সারা বাংলার হাহাকারে তোমায় খুঁজে ফিরি নিত্য |

গাধা পিটলে ঘোড়া কখনো কি হবে,

ভোট চোর নেতা দেশ কিভাবে গড়বে?

পাঁচ পার্সেন্ট ভোট ভোজবাজিতে চল্লিশ হলো,

ভোটার হাল নাগাদ তবুও কি দরকার ছিল?

বিষয়: বিবিধ

৯৮৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337887
২৬ আগস্ট ২০১৫ সকাল ০৮:৪৬
নাবিক লিখেছেন : ভোটার বাড়িয়ে আরও কিছু ভোট কারচুপি করার দান্ধা।
337928
২৬ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৪৫
কাব্যগাথা লিখেছেন : নাবিক:আপনার মন্তব্যের সাথে দ্বিমত করার সুযোগ খুবই কম|ধন্যবাদ মন্তব্যের জন্য|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File