ঠিক বলেছেন প্রধানমন্ত্রী ...

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২১ জুলাই, ২০১৫, ০৫:১৯:৩২ বিকাল

ঠিক বলেছেন প্রধানমন্ত্রী, কি পেয়েছি, কি পেলাম না ভাবলে চলবেনা

মনের কথাটা গুমরে মরবে তবুও মুখে আসবে না |

দেশে গুম, খুন হবে, সীমান্তে মানুষ মরবে তবুও মুখ কেউ খুলবেনা,

পুলিশের মার খেয়ে হাড়হাড্ডি ভাঙ্গলেও উহ আহ কেউ করবে না|

রাষ্ট্রীয় কোষাগার লুটপাট হলেও চোখ খুলে কেউ দেখবে না,

সুইস ব্যাঙ্কে টাকা পাচার হলেও কোনো কথা কেউ বলবে না |

পশু খাদ্যে পেট ভরবে তবুও তৃপ্তির ঢেকুর ছাড়া চলবে না ,

দেশ যাক গোল্লায় তবু উন্নয়নের শ্লোগান ছাড়া চলবে না |

‘উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ’ স্বৈরাচারের ছায়া সরছেনা ,

তবুও ডিজিটাল উন্নয়নের কথা ছাড়া দুর্নীতির কথা কেউ বলবে না !

হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রীর রাজ্য হয়েছে যেন আজ বাংলাদেশ,

তবুও বিপ্লব হবে, এ'দুঃশাসনের অবসান হবে স্বপ্ন আমার অনিঃশেষ |

বিষয়: বিবিধ

১০১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File