ঈদের কবিতা
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৭ জুলাই, ২০১৫, ১১:১৬:৪৬ সকাল
রমজানের রোজার শেষে খুশির ঈদতো আসবে
বাস ট্রাকের সিট্ পেতে দৌড় ঝাপ কি শেষ হবে?
ট্রেনের চেয়েও লম্বা টিকিট পেতে লাইন হবে,
তবুও কেউ কেউ শুধু ট্রেনের ছাদেই শুধু সিট্ পাবে |
চোর, পকেটমার আর চাদাবাজের উত্পাত চলবে,
বখশিশ আদায়ে পুলিশের হয়রানি উত্তরোত্তর শুধু বাড়বে|
সদর ঘাটে ইস্টিমার ভো ভো সিটি দিয়ে ছাড়বে,
একঘন্টা পর মেয়রের ডাকে ঘাটে ফিরে আসবে|
একশ পেসেন্জারের লঞ্চে পাঁচশত জন উঠবে,
মালিক শ্রমিক শুধু লাভের মজা লুটবে |
মেঘনা পারে মৃত্যু হাতছানি দিয়ে বুঝি ডাকবে,
অবিরল জলের ধারায় কেউ শুধু ভেজা চোখ মুছবে |
তবুও ঈদ এস আনন্দের, উত্সবের সাজে,
এই মৃত্যু উপত্যকার বাংলাদেশে |
অবিরাম ক্ষুধা, দারিদ্র আর নৈরাজ্যের অবসানে,
একটি দিন ভরে দিও অধরা স্বপ্নের আয়োজনে |
বিষয়: বিবিধ
১৩০৬ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন