এই গম তোর্ চৌদ্দ গুষ্ঠি খাবে

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১১ জুলাই, ২০১৫, ০৫:৪৩:৩০ সকাল

(লুত্ফর রহমান রিটন কিছুদিন আগে একটা কবিতা লিখেছেন গম কান্ড নিয়ে | আমার মনে হলো সরকার সমর্থক হিসেবে কিছু কথা তিনি ইচ্ছে করেই লিখেননি | আমি আরো কিছু যোগ করে দিলাম |)

শুধু তুই খাবি আর তোর্ বাপ খাবে !

আর তাতেই পার পাবি ভাবলে ভুল হবে,

এই গম তোর্ চৌদ্দ গুষ্ঠি খাবে |

পেপারে একটু আধটু লিখলেই কি আর হবে

মূল্যবান বৈদেশিক মুদ্রা দিয়ে আমদানি

এই গম নিয়ে হাসি, ঠাট্টা আর ফাজলামি !

কর যত ইচ্ছে হাই কোর্ট, সুপ্রিম কোর্টে বিচার দাবি,

বেশ, তাহলে রাজাকার উপাধি পাবি |

জাতির জনকের কন্যার সরকার,

এই মুহুর্তে তার স্থিতি দরকার |

এই সময়ে গমের মত তুচ্ছ বিষয় নিয়ে লঙ্কা কান্ড,

একসাথে হলো বুঝি স্বাধীনতা বিরোধী সব ভন্ড|

খেতেই হবে এই গম, মিটাতে হবে সব সন্দ

গিলতে না পেরে মরে যদি যায়, যাক হয়ে দম বন্ধ |

বিষয়: বিবিধ

১০১৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329511
১১ জুলাই ২০১৫ সকাল ১০:৩৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগলো... ধন্যবাদ...
১১ জুলাই ২০১৫ সকাল ১১:১৬
271830
কাব্যগাথা লিখেছেন : মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম:ধন্যবাদ মন্তব্যের জন্য|
329513
১১ জুলাই ২০১৫ সকাল ১০:৪৪
অনেক পথ বাকি লিখেছেন : খাবে না। এরা আলীগ জাতে ঠিক আছে
329518
১১ জুলাই ২০১৫ সকাল ১১:১৬
কাব্যগাথা লিখেছেন : অনেক পথ বাকি: এটাতো আওয়ামিলীগের লোকজনদের খাওয়াবার জন্য নয় | জনগনের টাকায় কেনা এই অখাদ্য গম এটা আমজনতাকে খাওয়াবার জন্য | তাদের খেতেই হবে | অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য |
329550
১১ জুলাই ২০১৫ বিকাল ০৪:২০
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
329603
১১ জুলাই ২০১৫ রাত ১১:০৩
কাব্যগাথা লিখেছেন : এ,এস,ওসমান:অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File