অধমের মিনতি
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১২ জুন, ২০১৫, ১০:২৮:৩৭ সকাল
মডারেটর মহাশয়,
অধমের প্রতি যদি দয়া হয়
শোনেন যদি অধমের মিনতি,
করে নিজের সামান্য ক্ষতি
নিবেদন করি দুটি কথা,
মনের কিছু যন্ত্রণা, কিছুটা ব্যথা |
পার হলো কত দিন,
টুডে ব্লগের সমস্যা অন্তহীন |
পারিনা ঢুকতে "আপনার পাতায়"
মন যখন চায়, একি হলো হায়?
সমস্যাটা মেটাতে যদি পারেন দিতে সৃষ্টি,
ব্যথা ভরা মনে লাগে বেশ মিষ্টি |
আশায় আশায় রইবো বসে,
অপেক্ষায়, যদি অধমের নিবেদন কাজে আসে !
বিষয়: বিবিধ
৮৬৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন