নববর্ষের পরের দিনের কবিতা
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৫ এপ্রিল, ২০১৫, ০৯:০০:২৬ রাত
(নববর্ষ, বর্ষবরণ নিয়েতো লেখা হলো কতো কবিতাই| নবর্ষের পরের দিন নিয়ে কি কোনো কবিতা লেখা হয়েছে বাংলা সাহিত্যে? আমি লিখলাম, প্রথম লেখার আনন্দ নয়, মনে জমে থাকা একরাশ কষ্ট নিয়ে|)
*******
নববর্ষের ঠিক পরের দিন,
গ্রীষ্মের সকাল আলোয় রঙিন|
রমনার বটমূল, সরোয়ারদি উদ্যান,
শুন্য চারদিক যেন শোকে মুহ্যমান |
কোথাও কেউ নেই যে হাসবে,
আহা, কেমন ভরা ছিল কাল বর্ষবরণ উত্সবে!
শেরাটন পার হতে দুপুর গড়ালো ,
সকাল পাড় হয়ে রোদ খানিটা কড়া|
চেয়ে থাকতেই আজো চোখে পড়ল,
মালা বেচা ছোটো মেয়েটা, চোখ জল ভরা|
আহা খায়নি মনে হয় সারাদিন,
ছোটো মুখটা দেখায় কি মলিন!
গলির ধারের ছেলেটি সাথে বাবা চলত্শক্তিহীন
দু'হাত বাড়িয়ে বলেছে, কিছু খাইনি সারাদিন|
নিত্য দিনের মতোই আজো খিলগা বাজারের আলিমুদ্দি,
এক বেলা ভাত যোগাতে ক্ষয়ে গেল বুঝি হাড় হাড্ডি |
সানকি পাতে পান্তা আর ইলিশ ভাজা
হাজার টাকার উত্সবে ন্যাকা বাঙালি সাজা,
একদিন পর এখন হয়েছে শেষ,
বদলেছে কিছু মানুষ, বদলায়নি দেশ|
গরীবের ক্ষুধা আর ভুলে নিরাশ্রয়ের হাহাকার
হাজার টাকার কেনা পান্তা ইলিশের অজাচার,
এই বর্ষবরণ, আমার কোনো উত্সব না
এই মেকি বাঙালিপানার সঙে আমি সাজি না |
বিষয়: বিবিধ
১৪২২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাঙ্গালী হিসেবে সবারই লজ্জা পাওয়া উচিত।
মন্তব্য করতে লগইন করুন