স্বাধীনতা,কথা ছিল....

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৬ এপ্রিল, ২০১৫, ১০:৩৬:০৩ সকাল

স্বাধীনতা, কথা ছিল

তুমি আসবে

গণতন্ত্র ঘর বাঁধবে,

এই সবুজ শ্যামলে |

কেন তবে সব এলোমেলো

আজ দিন কাটে অশ্রুজলে?

অজস্র মৃত্যুতে ভাসিয়ে বুক

আজও কেন জীবন যাবে

অজস্র মৃত্যুতে হয়ে থাকলে মূক

কিভাবে দেশ গণতন্ত্র পাবে?

কেউ কথা রাখেনি,

স্বাধীনতা এসেছে, গণতন্ত্র আসেনি |

বৈশাখী মেঘের কাছে চেয়েছি

যেন বৃষ্টিজল, শুধুই পেয়েছি

না চাওয়ার ধুলি ঝড়,

গুম,খুন, ক্রসফায়ার

না চাইতেই পেয়েছি উপহার|

বেদনা কুড়োতে কাটলো কত বছর!

তবুও অপেক্ষা অন্তহীন,

এই যাতনা কাটবে

গণতন্ত্র, তুমি আসবে,

নিয়ে আশা ভরা দিন|

বিষয়: বিবিধ

৮১৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313225
০৬ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৫০
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওরা বলছে, গণতন্ত্রের সেরা সময় চলছে দেশে, আর আপনি বলছেন, নেই!!!! গণতন্ত্রের মানস কন্যা দেশ চালাচ্ছে, তবুও গণতন্ত্র নেই!
০৭ এপ্রিল ২০১৫ সকাল ০৭:২৩
254374
কাব্যগাথা লিখেছেন : গাজী সালাউদ্দিন:নিশ্চয়ই বুঝতে পারছেন মন্তব্য নিস্প্রয়োজন| ধন্যবাদ নিন মন্তব্যের জন্য|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File