গণতন্ত্রের জন্য পঙতিমালা

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৩ এপ্রিল, ২০১৫, ১০:০৮:৩৫ সকাল

গণতন্ত্র, কেন থাকবে পর্দার আড়ালে?

কাছে থাকবে, ধরা দেবে যে কেউ দু' হাত বাড়ালে|

গণতন্ত্র থাকবে বাড়ির খোলা উঠোনে,

গণতন্ত্র থাকবে মাঠে ঘাটে বন্দরে,

সবুজে শ্যামলে নগরে ও শহরে |

কেন খুজতে হবে গণতন্ত্র দূর নির্বাসনে?

শারদ আকাশে ভাসে যে মেঘ নয়ন কারা,

দিগন্তে বিলীন সবুজে শ্যামলে বয়ে চলা বাতাস বাধন হারা,

গণতন্ত্র হোক তেমন যেন শারদ আকাশের মেঘমালা,

দখিনা হাওয়া হয়ে বয়ে যাক বাধাহীন সাড়া বেলা|

গণতন্ত্র বাসা বাধবে জনগনের বন্দরে,

গণতন্ত্র কেন লুকোবে র্যাব পুলিশের অন্দরে?

গণতন্ত্র থাকবে সমঝোতায়, সংলাপে,

কেন গণতন্ত্র বন্দী হবে স্বৈরাচারের প্রলাপে?

গণতন্ত্র থাকবে সুশাসন আর সুনির্বাচিত সরকারে,

গণতন্ত্র কেন বিলীন হবে স্বৈরাচারের দুঃশাসনের আঁধারে?

গণতন্ত্র থাকুক চির মুক্ত কথায়, কাজে ও চিন্তায়,

কেন বন্দী গণতন্ত্র হবে সকাল ও সন্ধ্যায়?

বসন্তের হাজার ফুলের সৌরভে

মাতাল প্রকৃতি সাঁজে যে দারুন গৌরবে,

গণতন্ত্র ছড়াক সুবাস তেমন শান্তি ও সুশাসনে,

গণতন্ত্রের বসন্ত আসুক স্বৈরাচারের নির্বাসনে|

বিষয়: বিবিধ

৮৯৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312797
০৪ এপ্রিল ২০১৫ রাত ০২:০১
312829
০৪ এপ্রিল ২০১৫ সকাল ০৬:৫০
কাব্যগাথা লিখেছেন : অনেক ধন্যবাদ|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File