এখন বাংলাদেশে-

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০১ এপ্রিল, ২০১৫, ১০:২৪:২৫ সকাল

ভুলেই গেছি এখনো কি চাঁদ উঠে আকাশে

স্বৈরাচারের শাসনে পিষ্ঠ বাংলাদেশে?

পুর্নিমা কি আলো ছড়ায়

এখনো কি মায়ায় জড়ায়?

ভালোবাসা এখনো কি আসে চুপিসারে,

জ্যোস্নায় বা জোনাক জ্বলা আঁধারে?

এখানে সূর্য উঠে প্রতিদিন

নিয়ে শংকা আর মৃত্যুর যাতনা

গুম খুন মৃত্যুতে বিলীন

আজ জনগনের ঠিকানা |

জনগণ কথা বলবে তাতে মানা

শুনবে ইচ্ছেমত তাও হবেনা

ইন্টারনেটেও ঝোলে তালা

দেশ জুড়ে আজ স্বৈরাচারের জ্বালা|

স্বপ্নের কোনো রাত আসেনা এখানে আর

নিঃশব্দে শুধু আসে, জানি

আততায়ী সরকারী বাহিনী,

জোস্ন্যায় বা যখন নিঃঝুম আঁধার|

অজস্র মৃত্যু আজ, ক্রসফায়ার

গুম, খুন আর অপঘাতে,

কেন আমার দেশ হবে ছারখার,

এই স্বৈরাচারী পদাঘাতে?

বিষয়: বিবিধ

৮৫৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312173
০১ এপ্রিল ২০১৫ সকাল ১১:৪৭
হতভাগা লিখেছেন : বাংলাদেশ এখন রাজাকার ও জঙ্গীদের বসবাসের জন্য কঠিন হয়ে যাচ্ছে
০৩ এপ্রিল ২০১৫ সকাল ১০:১৮
253633
কাব্যগাথা লিখেছেন : একটা সুনির্বাচিত,গণতান্ত্রিক সরকার থাকুক দেশে সাথে সুশাসনও,তারপর দেশ যদি কারো জন্য কঠিন হয়ে যায় যাক না!
312241
০১ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:০১
গাজী সালাউদ্দিন লিখেছেন : প্রশ্ন করতেছেন কেন? আপনি দেখেন না????? এই স্বৈরাচারী পদাঘাতে কি না!!!!!!
312633
০৩ এপ্রিল ২০১৫ সকাল ১০:১৫
কাব্যগাথা লিখেছেন : প্রশ্নটা নিজেকেই করি|যেন ভুলে না যাই দেশটাতে কি হচ্ছে? ভুলোমন আরো কেউ যদি শুনে প্রশ্নটা,যদি খানিকটা ভাবে দেশের জন্য, সেটা পুরোটাই অতরিক্ত পাওয়া,সেটা বড় একটা লাভ| ধন্যবাদ মন্তব্যের জন্য |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File