এখন বাংলাদেশে-
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০১ এপ্রিল, ২০১৫, ১০:২৪:২৫ সকাল
ভুলেই গেছি এখনো কি চাঁদ উঠে আকাশে
স্বৈরাচারের শাসনে পিষ্ঠ বাংলাদেশে?
পুর্নিমা কি আলো ছড়ায়
এখনো কি মায়ায় জড়ায়?
ভালোবাসা এখনো কি আসে চুপিসারে,
জ্যোস্নায় বা জোনাক জ্বলা আঁধারে?
এখানে সূর্য উঠে প্রতিদিন
নিয়ে শংকা আর মৃত্যুর যাতনা
গুম খুন মৃত্যুতে বিলীন
আজ জনগনের ঠিকানা |
জনগণ কথা বলবে তাতে মানা
শুনবে ইচ্ছেমত তাও হবেনা
ইন্টারনেটেও ঝোলে তালা
দেশ জুড়ে আজ স্বৈরাচারের জ্বালা|
স্বপ্নের কোনো রাত আসেনা এখানে আর
নিঃশব্দে শুধু আসে, জানি
আততায়ী সরকারী বাহিনী,
জোস্ন্যায় বা যখন নিঃঝুম আঁধার|
অজস্র মৃত্যু আজ, ক্রসফায়ার
গুম, খুন আর অপঘাতে,
কেন আমার দেশ হবে ছারখার,
এই স্বৈরাচারী পদাঘাতে?
বিষয়: বিবিধ
৮৫৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন