রঙ্গরসের সরকার--২
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ৩০ মার্চ, ২০১৫, ০৪:৫৪:৪৪ রাত
আজ সরকারের কাছে
গণতন্ত্র হয়েছে মিছে|
আছে তার সংসদ আর সাংসদ
বিরোধী দল আছে চির বংশদ্বদ |
উপদেষ্টা তার ভুরিভুরি |
সংসদে বিরোধী দল যারা,
সরকারী মন্ত্রীও তারা,
কি যে মহাজগাখিচুরী !
বিরোধী দল আর সরকার,
মিলে মিশে একাকার|
কে বিরোধী দল, কে সরকার, হায়
এই পলিটিক্সে বোঝা বড় দায়|
ভাগ বাটোয়ারা হয়েছে বেশ,
সুদ আসল নিয়ে কাঁটছে রেশ,
দেশ যদি যায় গোল্লায়
কি তার আসে যায়|
দেশ হলে হোক ছারখার,
তবুও টিকে থাকা দরকার|
এ'এক অদ্ভুত সৃষ্টি-
এক আজব সরকার,
খুঁজে পাওয়া ভার,
যত দুরে যাক দৃষ্টি|
বিষয়: বিবিধ
৭৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন