রঙ্গ রসের সরকার-১

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৯ মার্চ, ২০১৫, ১১:৪৯:৫৮ সকাল

পেট্রল বোমা বোমা বলে সরকার

দিন রাত করে চিত্কার

বিরোধী দলের কর্মী আকছার

দিনে রাতে গণগ্রেফতার

কোনো সাক্ষী, প্রমান নেই দরকার

মামলা মোকদ্দমায় জীবন জেরবার|

এমপির গাড়ি করে লক্ষ্য

দলীয় কর্মী করলে হামলা,

হবে না কোর্ট কাচারী,মামলা |

পেট্রল বোমা কোনো ছুড়লে

এমপির গাড়ি তাতে পুড়লে,

তবুও বিচারের বাণী কাঁদবে নীরবে

কোর্ট, পুলিশ ঘুমিয়ে কাটাবে,

হয়ে দারুন নিরপেক্ষ!

সরকারও হটাত হবে অহিংস, ক্ষমাধর্মী

এরা যে দলের সোনার নেতা কর্মী!

এক যাত্রা দুই ফল বার বার,

এভাবেই চলছে রঙ্গ রসের সরকার!

বিষয়: বিবিধ

৯৫০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311626
২৯ মার্চ ২০১৫ দুপুর ০২:২৫
হতভাগা লিখেছেন : আওয়ামী লীগ অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে । কি রাজনীতিতে ,কি পলিটিক্সে তাদের সাথে ম্যাচ করার মত দল এখন আর নেই এ দেশে ।
311682
২৯ মার্চ ২০১৫ রাত ০৯:০৯
কাব্যগাথা লিখেছেন : খুব অপ্রিয় লাগলেও আপনার সাথে দ্বিমত করার কোনো সুযোগ নেই কারুরই|ধন্যবাদ মন্তব্যের জন্য|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File