প্রিয় স্বদেশ, কেমন করে তোমাকে ভালোবাসবো?
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২১ মার্চ, ২০১৫, ০৪:১৬:৩৫ রাত
প্রিয় স্বদেশ, কেমন করে
তোমাকে ভালোবাসবো?
শুধু কেঁদে কেঁদে ভাসবো,
তোমার কষ্টে ডুকরে?
তোমায় কি ভালবাসা হবে সত্যিকার,
না করে কোনোই প্রতিকার?
বাক-ব্যক্তি স্বাধীনতা শূন্য প্রায়
সত্যি বললে জীবন যায় |
তোমার মুখ যখন বন্ধ,
তুমি যদি হও চোখ থেকেও অন্ধ,
তখনও কি চুপ থাকব?
প্রতিবাদী কন্ঠ আঁচলে ঢাকব?
দেশ যদি হয় দুঃশাসনে ছারখার,
তোমার বুকে যদি নাঁচে স্বৈরাচার,
তবুও কি ঘরে বসে থাকব
শুধু আপন প্রাণ বাঁচাবো?
‘একটি ফুলকে বাঁচাবো বলে’
কি হয়নি স্বাধীনতা যুদ্ধ?
তবে আজকের প্রতিবাদ কে বলে,
মহাভারত হবে অশুদ্ধ?
গণতন্ত্রের বেশধারী স্বৈরাচারের ফন্দি,
বিনাশী যে তরুণ লড়ছে রাজপথে
প্রেয়সীর আঁচল ঠেলে জীবন মৃত্যু হাতে,
মাথা তুলে, ঠেকাতে স্বৈরাচার
তারও দাবী শুনো তোমায় ভালোবাসবার,
দোহাই স্বদেশ, শুনো তাদেরও জবানবন্দী|
বিষয়: বিবিধ
৯২৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মাশাআল্লাহ খুব সুন্দর লিখেছেন। মন ছঁয়ে গেলো, প্রতিবাদের প্রেরণাও খুঁজে পেলাম।
মন্তব্য করতে লগইন করুন