ক্রিকেট, রাজনীতি আর আন্দোলনের কবিতা
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৮ মার্চ, ২০১৫, ১০:৪২:৫৬ সকাল
ক্রিকেট খেলাটা নিয়ে খুব
হইনি কখনো বেশী উন্মুখ |
সারাদিন রোদে পুরে সব দিয়ে বাদ
দেখতে হবে খেলা, পেতে তার স্বাদ,
কি এমন জ্বালা,
যে দেখতেই হবে এই খেলা?
টেস্ট, ওয়ানডে বা টি টোয়েন্টি,
কখনই আগ্রহ তেমন করেনি সৃষ্টি |
ইদানিং খেলাটা হচ্ছে অহরহ
তার থেকে আমার আগ্রহ,
ক্রিকেট খেলা দেখাতে |
সিক্স আর বাউনডারি,
ইন সুয়িং বা আউট সুইং ডেলিভারি,
হুক বা পুল করে সীমানা পার,
বিষয়গুলো চমত্কার,
ঢুকেছে এ’মাথাতে |
ওয়ার্ল্ড কাপ দেখছি,
একা বসে ভাবছি |
আহা যদি কিছু ছয় বা চার
পারতাম রাজনীতির মাঠে মারতে,
অবৈধ স্বৈরাচারী এই সরকার,
যদি পারতাম দেশের সীমানা ছাড়া করতে!
কোনো ইনসুয়িং বা আউটসুইং ডেলিভারি
দিয়ে যদি ভাঙ্গা যেত ক্ষমতার বাহাদুরি!
বিষয়: বিবিধ
১০৮৯ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
পারতাম রাজনীতির মাঠে মারতে,
অবৈধ স্বৈরাচারী এই সরকার,
যদি পারতাম দেশের সীমানা ছাড়া করতে!
বাহ, কি চমৎকার লিখতে পারেন। আল্লাহ আপনার লিখার হাতে বরকত দিন।
মন্তব্য করতে লগইন করুন