কি বিচিত্র এই অবৈধ সরকার !

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১১ মার্চ, ২০১৫, ০৪:৫০:২৭ রাত

স্বৈরাচারের ডিমে তা দিলে

কেমনে হবে গণতন্ত্রের জন্ম ?

নির্বাচনের দাবি সবাই মিলে

হলো আজ জঙ্গি কাজ কর্ম!

চামচিকা লাথি দেয়

হাতি পড়লে কাদায়|

স্বৈরাচারের দোসর হায়,

স্বৈরাচারের গালি খায়!

কে হাতি কে চামচিকা,

রইলো হয়ে আজও মরীচিকা|

গুম, খুন, ক্রসফায়ার

হয়েছে গণতন্ত্র রক্ষার হাতিয়ার,

রাব, পুলিশ, বিজিবি সকলে আজ

তাই হয়েছে যুদ্ধবাজ |

বিনা ভোটের নির্বাচন

তাও গণতন্ত্রের অর্জন!

অবরোধ অচল সবদিক

তবুও নাকি দেশ স্বাভাবিক!

কত রঙ্গ দেখাবে আর,

এ অবৈধ সরকার,

মিছিল মিটিঙ দাবী সবার,

বিদায় হ’ নব্য স্বৈরাচার|

বিষয়: বিবিধ

৯৭৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308327
১১ মার্চ ২০১৫ সকাল ১১:৪৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। অনেক সুন্দর লিখেছেন।
১১ মার্চ ২০১৫ বিকাল ০৫:২৩
249429
কাব্যগাথা লিখেছেন : তোমার হৃদয় জুড়ে আমি:কবিতাটা আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম|
ধন্যবাদ রইলো মন্তব্যের জন্য|
308329
১১ মার্চ ২০১৫ সকাল ১১:৫৩
হতভাগা লিখেছেন : গনতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্যই ০৫.০১.২০১৪ এর নির্বাচন অপরিহার্য ছিল।
১১ মার্চ ২০১৫ বিকাল ০৫:৪১
249431
কাব্যগাথা লিখেছেন : দ্যাট'স ফাইন|ওটা সাংবিধানিক বাধ্যকতা বলতে চাইলে তাও হয়তো মেনে নেওয়া গেল| যদিও সাংবিধানিক ভাবেই অনেক প্রশ্ন করা তোলা যায় সেটার যৌক্তিকতা নিয়ে|তারপর আদৌ সেটাকে কোনো নির্বাচন বলা যায় কিনা সেই প্রশ্নতো হতেই পারে|কিন্তু তারপরও দীর্ঘ একবছরে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন না করে সারা পৃথিবীর কাছে প্রশ্নবিদ্ধ একটা নির্বাচনকে ভিত্তি করে ক্ষমতা আকড়ে থাকার চেষ্টাকে আপনি যদি গণতন্ত্র বলতে চান,বলতে পারেন|আমি বলতে চাই না|এই শাসনকে আর যাই হোক গণতন্ত্র বলতে আমি রাজি নই কোনো ভাবেই|দেশ যেভাবে এখন চলছে এটা কোনো ভাবেই সুস্থ্য রাজনীতির লক্ষণ নয় |আপনি যে আমার কবিতাটা পড়েছেন তার এবং মন্তব্যের জন্য ধন্যবাদ |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File