কি বিচিত্র এই অবৈধ সরকার !
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১১ মার্চ, ২০১৫, ০৪:৫০:২৭ রাত
স্বৈরাচারের ডিমে তা দিলে
কেমনে হবে গণতন্ত্রের জন্ম ?
নির্বাচনের দাবি সবাই মিলে
হলো আজ জঙ্গি কাজ কর্ম!
চামচিকা লাথি দেয়
হাতি পড়লে কাদায়|
স্বৈরাচারের দোসর হায়,
স্বৈরাচারের গালি খায়!
কে হাতি কে চামচিকা,
রইলো হয়ে আজও মরীচিকা|
গুম, খুন, ক্রসফায়ার
হয়েছে গণতন্ত্র রক্ষার হাতিয়ার,
রাব, পুলিশ, বিজিবি সকলে আজ
তাই হয়েছে যুদ্ধবাজ |
বিনা ভোটের নির্বাচন
তাও গণতন্ত্রের অর্জন!
অবরোধ অচল সবদিক
তবুও নাকি দেশ স্বাভাবিক!
কত রঙ্গ দেখাবে আর,
এ অবৈধ সরকার,
মিছিল মিটিঙ দাবী সবার,
বিদায় হ’ নব্য স্বৈরাচার|
বিষয়: বিবিধ
৯৭৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ রইলো মন্তব্যের জন্য|
মন্তব্য করতে লগইন করুন