ব্রীজ ডিভিশন সচিব বরাবর খোলা চিঠি

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৮ মার্চ, ২০১৫, ০৫:০০:৩৫ সকাল

সচিব মহোদয়,

ব্রীজ ডিভিশন, বাংলাদেশ সরকার,

খোলা চিঠি দিলাম, ছিল দরকার,

মাপ করবেন যদি ভুল হয়|

উত্তাল পদ্মার নদীর 'পরে দৃষ্টি নন্দন,

যে ব্রীজ বানাতে স্বপ্নের আয়োজন

করেছে দেশ, ব্রীজ ডিভিশন,

নেবেন তার শুভেচ্ছা,অভিনন্দন |

আপনার কানে এলো কিনা জানি না

ব্রীজ পাইলিঙে পশু বলির ঘটনা ?

মাও সেতুং, লংমার্চ আর সমাজতন্ত্র

সেইতো ছিল চীনেদের মন্ত্র|

কনফুসিয়াস থেকে বুদ্ধ ,

জানতাম চিনে জাতি সব ধর্ম বিরুদ্ধ|

সমাজতন্ত্রের মুখে মেখে চুনকালী

কোন চিনার দরকার হলো পশু বলী?

আরো কেউ আছে কি

পিছে থেকে নেড়েছে কলকাঠি ?

এই পশুবলির অনুমোদন,

কে দিল জানা বড় প্রয়োজন|

আল্লাহ খোদার নাম ভুলে

পশুবলির রক্ত জলে,

এই দেবদেবী তর্পণ

করেছে দেশবাসীর হৃদয় ক্ষরণ |

ব্রীজ নির্মানের চিনে কোম্পানী

করেছে দেশের মানহানি|

আমাদের চাওয়া অল্প,

দাবি দাওয়াও স্বল্প |

শুনেছি আপনি মানুষ পরহেজগার,

পাঁচ ওয়াক্ত নামাজি, রোজাদার |

অলি আওলিয়ার এই দেশে

আঘাত করে জনগনের আকিদা ও বিশ্বাসে,

এত সাহস হলো কার

এই দেবতা পূজার ?

আমাদের জানা দরকার,

ব্যবস্থা কি নিল এর বিরুদ্ধে সরকার?



বিষয়: বিবিধ

১০৫০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307768
০৮ মার্চ ২০১৫ সকাল ০৮:৩০
সোহেল মোল্লা লিখেছেন : ভালো লাগলো
০৮ মার্চ ২০১৫ সকাল ০৯:১৪
248943
কাব্যগাথা লিখেছেন : সোহেল মোল্লা:আপনাকেও অনেক ধন্যবাদ আমার কবিতা পড়ার আর মন্তব্যের জন্য |
307845
০৮ মার্চ ২০১৫ দুপুর ০৩:০৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ওয়াও Excellent জটিল কবিতা।
307874
০৮ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:২১
কাব্যগাথা লিখেছেন : তোমার হৃদয় জুড়ে আমি:আমার কবিতা পড়ার আর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File