আন্দোলনের সংলাপ -৪
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২২ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:৩১:১৪ সকাল
(স্বপ্নীল আর কাঙ্খিতার ফেসবুক চ্যাট থেকে)
-বইমেলায় যাবে না ?
আর তো মাত্র কদিনই বাকি |
-এইবার যাবো না ভেবেছি |
-সে কি, কেন ?
বইমেলার চায়ের আড্ডা, নুতন বইয়ের গন্ধ, হুলুস্থুল,
সব ছেড়ে কেন হলে এত উদাসী বাউল?
-আমি ভাবছি |
-কি ভাবছ এত?
-জন রিডের ‘দুনিয়া কাপানো দশদিন’ পড়েছ?
-পরিনি কখনো, বড্ড কাটখোট্টা |
- তাতেইতো আঁকা রুশবিপ্লবের অসাধারণ ভাষ্য |
-বই মেলার সাথে এর সম্পর্কটা মনে হচ্ছে
ঢাকা আর যোগাযোগহীন অন্যান জেলাসদরের মতই|
বই মেলার একুশের চেতনা আজ দিগন্তে লুটায়,
যেন ফেরারী পাখী ফেরেনা কুলায়|
উদ্যোক্তা আয়োজক ক্ষমতার তোষামদিতে ব্যস্ত অবিরত,
লেখক লেখিকা সবাই মিলে নিয়েছে মৌনব্রত|
গণআন্দোলনে দীর্ঘ থেকে দীর্ঘতর মৃত্যুর সারি,
ক্রস ফায়ারের শব্দে প্রতিদিন মৃত্যুর আহাজারি |
বাক, ব্যাক্তি আর গণমাধ্যমের স্বাধীনতা ধুলায় লুটায়,
তবু সবাই প্রতিযোগিতা করে জ্বী হুজুরের ভূমিকায় |
লেখা হয় নি কাব্যগাথা, গণআন্দোলনের কোনো গল্প
বইমেলা ভুলেছে শোক,একুশে চেতনা,আলোচনা তাই অল্প |
ভাষা শহীদের রক্তে গড়া একুশে ফেরুয়ারীর
এই বই মেলায় শুধুই বেড়াতে যাবোনা,
আবার যাব সেদিনই শুধু যদি ফিরে একুশের চেতনা |
বিষয়: বিবিধ
১০৫৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন