গণআন্দোলনের কবিতা
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২০ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:২২:৪৯ সকাল
পথিক যদি না থাকে
তবে পথ দিয়ে কি হবে?
ফুল যদি সুবাস না ছড়ায়
যত্ন কেমনে পাবে?
জনগনের সরকার
জনগণ দিয়েইতো হবে,
জনগণ না চাইলে
সরকার কি করে রবে?
জনগণ বলবে কথা
কখনো জানাবে রোষ
কখনো উত্তপ্ত হবে ব্যর্থতায়
সেত নয় গণতন্ত্রের দোষ |
নেতা শুনবে জনগনের কথা
জনগণ দেবে সমর্থন,
তাই গণতন্ত্র আশা জাগানিয়া,
তাইতো গণতন্ত্রের আকর্ষণ |
স্বৈরাচারের বসনে সাজলে
গণতন্ত্র থাকে না,
জনগনকে আড়ালে রাখলে
গণতন্ত্র পাবে না |
জনগনের কথা শুনতে হবে,
নির্বাচিত হলেই হবেনা |
জনগনের দাবি মানতেই হবে,
পুলিশ লেলিয়ে হবে না |
বিষয়: বিবিধ
১০৮৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন