বিদায় তোমাকে বেদনা

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১২ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:৪৯:৩৯ রাত

বিদায় তোমাকে বেদনা

মনকে বলেছি কেদনা |

আনত চোখ,

এবার সামলাও শোক |

পিছু ফিরে আর চেয়োনা |

ওই শোনা যায়,

গণতন্ত্র ডাকে আয় |

আন্দোলনের যাত্রা পথে,

শোক থেকে শক্তির রথে,

চড়ে জানি তুমি আসবেই

জয়, সবাই হাসবেই |

গণতন্ত্রের পথ রুদ্ধ,

তাই আজ এই যুদ্ধ |

রাজপথ ছেড়ে যাবনা,

জয় ছাড়া কিছু চাইবোনা |

বিষয়: বিবিধ

১১৬৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304216
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:২৮
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
304757
১৬ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৪৯
কাব্যগাথা লিখেছেন : অনেক পথ বাক অনেক ধন্যবাদ আমার কবিতা পড়ার জন্য |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File