গ্রামের মাঠের ক্রিকেট খেলা দেখার মতো, খেলা দেখলাম আজ

লিখেছেন লিখেছেন সত্যের সন্ধ্যানে ১৯ মার্চ, ২০১৫, ১০:৩১:৫০ রাত



ভারত যে বিশ্ব সেরা দল এটার সবারই জানা ছিলো । তবে আজ থেকে ইতিহাস অন্য কথা বলবে। বলবে ভারত যেন মাঠে বাংলাদেশের বিপক্ষে ক্রিকেট খেলতে নামেনি নেমেছিলো ফাজলামো করতে ।।

ছোট বেলার কথা মনে পড়ে গেলো মাঠে যখন খেলতে যেতাম।আউট হলেও জোর করে বলতাম আউট হয়নি। আউট দিলে খেলবো না ।

আজকের খেলা দেখে মনে হল ইণ্ডিয়াও এমন প্রতিঙ্গা করেই মাঠে নেমেছে আউট দিলে খেলবো না।

আর বাংলাদেশকে ছয় দিবি দিয়ে দেখ মাঠ থেকে এখন ই বেরিয়ে গেলাম।।

বিশ্বের কাছে ক্রিকেটকে তুচ্ছ করা হয়েছে আজকে।

বিষয়: বিবিধ

১১৫৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309919
২০ মার্চ ২০১৫ রাত ০১:৪৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হাহাহাহাহা লজ্জা!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File