বাচ্চার দুধ ও নীলিমার অপেক্ষার গল্প
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ১৯ মার্চ, ২০১৫, ১০:৩৮:২৬ রাত
--তোর নাম কি??
.
--মোঃ ইমরান আহমেদ
.
--কোন থানা??
.
--মানে আমার বাড়ি?
নাকি যেখান থেকে এসেছি??
.
--আরে তোর বাড়ি
দিয়া কি করমু কোন
থানা থিক্কা আইছস
হেইডা ক
.
--ডেমরা থানা থেকে
স্যার
.
--পকেটে টাকা পয়সা
কিছু আছে???
.
--দু হাজার ছিলো
ডেমরা থানার ওসি
পনেরশো রেখে দিয়ে
এই পাঁচশোই আছে
.
-- দে দে পাঁচশোই হইবো
.
-স্যার আমার বাচ্চার
ল্যাকটোজেন নেওয়া
লাগবে প্লিজ স্যার
প্লিজ!!!
.
--আরে বাসায় ফিরলে
তো বাচ্চার দুধ কিন্না
নিবি
.
--স্যার আপনে আমার
বাপ লাগেন আমাকে
ছেড়ে দিন স্যার দয়া
করুন!!
.
--আরে মদনা তোরে
ছাড়লে তো ডেমরা
থিক্কাই ছাড়তো
এইহানে পাডাইছে
ক্যান? বোঝতে চেষ্টা
কর উপরের নির্দেশ
আছে
.
না শত চেষ্টা করেও
রমনা থানার ওসির মন
গলাতে পারেনি "ইমরান
আহমেদ"
মা বাবার ইচ্ছাতে দেড়
বছর আগে নীলিমাকে
বিয়ে করেছিলো
মধ্যবিত্ত ঘরের
একমাত্র উপার্জন
যোগ্য ছেলে ইমরান!!!
.
এইতো কিছু দিন আগে
ইমরানের ঘর আলো
করে নীলিমার
কুলজোরে আসে এক
কন্যা সন্তান!!
.
.
রুপগঞ্জে ইমরানের
বাড়ির পাশেই একটি
গার্মেন্টসের সুপার
ভাইজারের চাকরি
করতো ইমরান।
.
ইমরান ঢাকায়
এসেছিলো চাকরির
জন্য ফেরার পথে
বাচ্চার দুধ নিয়ে
ফিরবে
.
কারণ রাজনৈতিক
অস্থিরতার। কারণে
কিছু দিন আগে।
ইমরান যে
গার্মেন্টসে। চাকরি
করতো সেটি বন্ধ হয়ে
যায়
.
ভুলতা থেকে লোকাল
বাসে উঠে যাত্রা
বাড়িতে এসে আশুলিয়া
যাওয়ার উদ্দেশ্যেই সে
ঢাকায় এসেছিলো!!!
.
. গাড়ি থেকে নামার
সাথে সাথেই একটু দুরে
ধরাম ধরাম শব্দে
ফেটে উঠলো হাত বোমা
ধোয়ায় অন্ধকার হয়ে
গেলো যাত্রা বাড়ী
ফ্লাই ওভারের নিচ!!
.
সেখান থেকেই বিনা
দোষে ইমরান কে পুলিশ
গ্রেপ্তার করে নিয়ে
আসে ডেমরা থানায়।
আর ডেমরা থেকে
বিকালে ট্রান্সফার
করে পাঠায় রমনা
থানায়!!
.
আজ এক সপ্তাহ
হাজতে থেকে বাড়ির
কথা চিন্তা করে
ইমরান প্রায় কঙ্কাল
হয়ে গেছে!!!
.
হয়তো ভাবছে
প্রিয়তম নীলিমার
কথা সদ্য জন্ম নেয়া
দুধের বাচ্চার কথা!!!
.
নীলিমাও হয়তো
অপেক্ষা করছে
ইমরানের জন্য হয়তো
নব জাতক বাচ্চাটাও
দুধের জন্য
বিষয়: সাহিত্য
১০৫০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন