মুসলিমদের আজানের ধ্বনিতে নয় এখন ঘুম ভাঙ্গে গুলির শব্দে
লিখেছেন লিখেছেন সত্যের সন্ধ্যানে ১৩ মার্চ, ২০১৫, ১২:৩১:৪৪ রাত
আজানের ধ্বনিতে ঘুম ভাঙে মুসলিমদের। আর বর্তমানে বর্তমানে গুলির শব্দে আমার ভাইয়ের রক্তাত্ব কণ্ঠস্বরের ধ্বনি শুনে । মায়ের সন্তান হারা বেদনার কান্না শুনে। বোনের ভাই হারা আহাজারি শুনে।বাবার মৃত্যুতে ছেলের অদেখা চোঁখের পানি দেখে।
হত্যা আর হত্যা ঘুম থেকে উঠে পত্রিকার পাতাতে চোঁখ পড়লেই দেখি রক্তাত্ব কোন ভাইয়ের ছবি।কি দোষ আমার ভাইয়ের আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোটাই কি তার অপরাধ।
তবে থামবেনা এই দাওয়াত। চলবে কালেমার দাওয়াত ঘরে ঘরে পৌঁছানোর কাজ।
বিষয়: বিবিধ
১২৫৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন