মুসলিমদের আজানের ধ্বনিতে নয় এখন ঘুম ভাঙ্গে গুলির শব্দে

লিখেছেন লিখেছেন সত্যের সন্ধ্যানে ১৩ মার্চ, ২০১৫, ১২:৩১:৪৪ রাত

আজানের ধ্বনিতে ঘুম ভাঙে মুসলিমদের। আর বর্তমানে বর্তমানে গুলির শব্দে আমার ভাইয়ের রক্তাত্ব কণ্ঠস্বরের ধ্বনি শুনে । মায়ের সন্তান হারা বেদনার কান্না শুনে। বোনের ভাই হারা আহাজারি শুনে।বাবার মৃত্যুতে ছেলের অদেখা চোঁখের পানি দেখে।



হত্যা আর হত্যা ঘুম থেকে উঠে পত্রিকার পাতাতে চোঁখ পড়লেই দেখি রক্তাত্ব কোন ভাইয়ের ছবি।কি দোষ আমার ভাইয়ের আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোটাই কি তার অপরাধ।

তবে থামবেনা এই দাওয়াত। চলবে কালেমার দাওয়াত ঘরে ঘরে পৌঁছানোর কাজ।

বিষয়: বিবিধ

১২৫৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308612
১৩ মার্চ ২০১৫ রাত ১২:৫৭
আফরা লিখেছেন : ইনশা আল্লাহ ! চলছে , চলবেই কালেমার দাওয়াত থেমে থাকবে না ।
308632
১৩ মার্চ ২০১৫ রাত ০২:৩৩
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম! কষ্ট হয় খুব! আল্লাহ আমাদের হিফাজত করুন! Good Luck
308642
১৩ মার্চ ২০১৫ রাত ০৩:১৬
আবু জারীর লিখেছেন : অবস্থা এমন জায়গায় গিয়ে দাড়িয়েছে যে অনেকেই ঘুম থেকে উঠে পত্রিকার পাতায় নিজের নাম খুজে দেখে, ক্রস ফায়ারের নামে সরকারী বাহিনীর হাতে নিহতদের মধ্যে তার নামও আছে কিনা?
308664
১৩ মার্চ ২০১৫ সকাল ১০:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মুসলিম যখন তার সংগ্রামি রুপ ভুলে গিয়ে ভিত হয় তার এই পরিনতি হবেই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File