কিনে নিলাম সকল ভ্য়
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৩ মার্চ, ২০১৫, ১২:২০:২১ রাত
কিনে নিলাম সকল ভ্য়
পারভীন সুলতানা
ভয় পাচ্ছে খোকা খুকি,
ভয় পাচ্ছে বুড়াবুড়ি্
ভয় পাচ্ছে দাদা দিদি,
ভয় পাচ্ছে আপাজান।।
ঐ যে,শিবির আসছে তেড়ে,
লুকিয়ে থাক সংগোপনে
জামাত দেখলে পেচার মত
চুপ করে থাক বনবাদাড়ে।।
আম যুব ছাত্র লীগ
বাংলাদেশ ছেড়ে চলে যা,
এই দেশ তোদের না,
দিদির সাথে ভারত যা।।
ইসলামের মুজাহিদরা
তোদের পায় না ভয়,
জান মাল দিয়ে মোরা ,
কিনে নিলাম সকল ভ্য় ।।
বনের বাঘ খাবার আগে ,
খায় তোদের মরন ভয় ,
তোদের জীবন ফুটির প্রান,
আধার রাতেে কেন দেখাস ভয়?
ইসলামের পথ ধরে ,
আয় তোরা কোরানের ছায়া তলে ,
কাল বৈশাখী আসার আগে ,
ঈমানের চৌকাঠ মজবুত কর।।
দেশটাকে গড়তে হলে
সবার আগে দিদির আচল ছাড়,
আয় না, কোরান জানি, কোরান মানি
সবাইকে কোরানের কথা বলি।।
বিষয়: বিবিধ
১১৪৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন