ওহান থেকে মুক্তি পেলে মুসলিমরা বিজয়ী হবে

লিখেছেন লিখেছেন আশাবাদী যুবক ১১ এপ্রিল, ২০১৫, ১০:২৪:২৮ সকাল

আজ বিশ্বব্যাপী মুসলিমরা নির্যাতিত, অপদস্ত ৷ মার খাচ্ছে বিশ্বময় ৷ যে মুসলমানরা শাসন করত এই পৃথিবী তারাই আজ সবচেয়ে দুর্বল ৷ এর কারণ হল এক প্রকার ব্যাধি ৷ যার নাম ‘ওহান‘ ৷ যার ভবিষ্যৎ বাণী করেছিলেন মুহাম্মাদ রাসুলুল্লাহ (সঃ) ৷

রাসুল (সঃ) বলেন, “ওহান হল দুনিয়ার প্রতি ভালবাসা আর মৃত্যুর প্রতি ঘৃণা৷“ (আবু দাউদ ও আহমাদ)

আজ এই রোগের প্রকোপ এতই বৃদ্ধি পেয়েছে যে তা সাধারণ মুসলিম থেকে শুরু করে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরও আক্রান্ত করেছে ৷ যেই আন্দোলনের কর্মীদের উপর বিশ্ব উম্মাহ তাকিয়ে তারা আজ ওহানের থাবায় জরাজীর্ণ ৷ দুনিয়ার প্রতি মোহ তাদের করছে আন্দোলন বিমুখ ৷ আর তাই মুসলিমদের মুকাবিলা করতে যে ইসলাম বিরোধী শক্তি ভয় পাবার কথা তারাই আজ মুসলমানদের ভয় দেখাচ্ছে ৷

এই অবস্থা কি চিরস্থায়ী? চলতেই থাকবে?

না, এ অবস্থা চিরস্থায়ী নয় ৷ আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ওয়াদা করেছেন মুসলিমদের বিজয়ী করার ৷ আর তিনি সে বিজয় দিবেন যখন মুসলিমরা ওহান নামক রোগ থেকে মুক্ত হয়ে ঈমানী শক্তিতে বলিয়ান হয়ে ময়দানে নামবে ৷

বিষয়: বিবিধ

১৪১২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314241
১১ এপ্রিল ২০১৫ দুপুর ১২:২৩
আবু জান্নাত লিখেছেন : জাযাকাল্লাহ খাইর, আপনার উপস্থাপনা ও পেক্ষাপট যুগোপযোগী। ধন্যবাদ।
১১ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০২
255238
আশাবাদী যুবক লিখেছেন : মুবারববাদ
314247
১১ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
কিন্তু দ্বিন ও দুনিয়ার পার্থক্য করে ফেলাই এর জন্য দায়ি।
১১ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০২
255239
আশাবাদী যুবক লিখেছেন : মুবারকবাদ
314269
১১ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৫১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সময় উপযোগী লেখাটির জন্য ধন্যবাদ!

১২ এপ্রিল ২০১৫ রাত ১২:৪৯
255298
আশাবাদী যুবক লিখেছেন : আপনার উৎসাহমূলক কমেন্টের জন্য মুবারকবাদ
314708
১৩ এপ্রিল ২০১৫ রাত ১০:৩২
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : যদিও ইসলামি আন্দোলন বলতে যা বোঝাতে চেয়েছেন সেই তত্ত্বে আমার ব্যাপক আপত্তি আছে তবে লেখাটি বাস্তবসম্মত। হাদিসটি অনেক বড় যেখানে তিনি বলেছেন, মুসলিমরা সংখ্যায় হবে বিশাল কিন্তু তাদের এই সংখ্যাগরিষ্ঠতা তাদের রক্ষা করতে পারবেনা। পৃথিবীর প্রতিটি সম্প্রদায় একজন অন্যজনকে মুসলিমদের উপর ঝাপিয়ে পরতে আহবান জানাবে। যেভাবে সিংহরা করে থাকে। কারণ আমরা মৃত্যুকে ঘৃণা করব এবং দুনিয়ার জীবনকে ভালবাসবো। ভাইয়া বাস্তবসম্মত লেখার জন্য অনেক ধন্যবাদ।
১৪ এপ্রিল ২০১৫ রাত ০৪:০৫
255696
আশাবাদী যুবক লিখেছেন : মুবারকবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File