ওহান থেকে মুক্তি পেলে মুসলিমরা বিজয়ী হবে
লিখেছেন লিখেছেন আশাবাদী যুবক ১১ এপ্রিল, ২০১৫, ১০:২৪:২৮ সকাল
আজ বিশ্বব্যাপী মুসলিমরা নির্যাতিত, অপদস্ত ৷ মার খাচ্ছে বিশ্বময় ৷ যে মুসলমানরা শাসন করত এই পৃথিবী তারাই আজ সবচেয়ে দুর্বল ৷ এর কারণ হল এক প্রকার ব্যাধি ৷ যার নাম ‘ওহান‘ ৷ যার ভবিষ্যৎ বাণী করেছিলেন মুহাম্মাদ রাসুলুল্লাহ (সঃ) ৷
রাসুল (সঃ) বলেন, “ওহান হল দুনিয়ার প্রতি ভালবাসা আর মৃত্যুর প্রতি ঘৃণা৷“ (আবু দাউদ ও আহমাদ)
আজ এই রোগের প্রকোপ এতই বৃদ্ধি পেয়েছে যে তা সাধারণ মুসলিম থেকে শুরু করে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরও আক্রান্ত করেছে ৷ যেই আন্দোলনের কর্মীদের উপর বিশ্ব উম্মাহ তাকিয়ে তারা আজ ওহানের থাবায় জরাজীর্ণ ৷ দুনিয়ার প্রতি মোহ তাদের করছে আন্দোলন বিমুখ ৷ আর তাই মুসলিমদের মুকাবিলা করতে যে ইসলাম বিরোধী শক্তি ভয় পাবার কথা তারাই আজ মুসলমানদের ভয় দেখাচ্ছে ৷
এই অবস্থা কি চিরস্থায়ী? চলতেই থাকবে?
না, এ অবস্থা চিরস্থায়ী নয় ৷ আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ওয়াদা করেছেন মুসলিমদের বিজয়ী করার ৷ আর তিনি সে বিজয় দিবেন যখন মুসলিমরা ওহান নামক রোগ থেকে মুক্ত হয়ে ঈমানী শক্তিতে বলিয়ান হয়ে ময়দানে নামবে ৷
বিষয়: বিবিধ
১৪১২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু দ্বিন ও দুনিয়ার পার্থক্য করে ফেলাই এর জন্য দায়ি।
মন্তব্য করতে লগইন করুন