কবি মতিউর রহমান মল্লিকঃ কিংবদন্তি সাংস্কৃতিক সংগ্রামী

লিখেছেন লিখেছেন আশাবাদী যুবক ০৫ এপ্রিল, ২০১৫, ০২:৩৪:৩৪ দুপুর

কবি মতিউর রহমান মল্লিক ৷ আমার দেখা একজন কিংবদন্তি সাংস্কৃতিক সংগ্রামী ৷ বাংলা সাহিত্য সংস্কৃতিতে যখন পশ্চিমাদের প্রভাব ও অশ্লীলতার সয়লাব তখন তরুণ কিছু কবি-সাহিত্যিক-সাংস্কৃতিক কর্মী নিয়ে শুরু করেন ইসলামী সাংস্কৃতিক আন্দোলন ৷ তার লেখা গান-কবিতা যেন বাস্তব জীবনের প্রতিচ্ছবি ৷ সব কিছু জীবন থেকে নেয়া ৷

তিনি আমাদের কাছ থেকে গত হয়েছেন বহুদিন ৷ কিন্তু আজ পর্যন্ত কেউ এমন আসেনি যে কিনা পূরণ করতে পারেন মল্লিক ভাইয়ের শূন্যতা ৷ জানিনা কতদিন অপেক্ষা করতে হবে আমাদের এমন একজন সাংস্কৃতিক নেতৃত্বের জন্য ৷

মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে ফরিয়াদ কবি মতিউর রহমান মল্লিক ভাইকে কবুল করুণ, দান করুণ জান্নাতুল ফিরদাউস ৷ পূরণ করে দিন তার শূণ্যস্থান ৷ আমাদের দান করুণ আরেকজন সাংস্কৃতিক অভিভাবক, আমীন ৷

বিষয়: সাহিত্য

১০৯৩ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313055
০৫ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৪৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : যার কথা ভেসে আসে মনে বারবার
তার মত এতো আপন কে হবে আর!
প্রিয় জন চলে গেলে
ফিরে আসে না...

উনার স্মরণে গেয়ে ফেললাম।

ধন্যবাদ ভাই।
০৫ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৫৫
254068
আশাবাদী যুবক লিখেছেন : মুবারকবাদ
313075
০৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কবি মল্লিক আমাদের প্রেরণা
অনেক ধন্যবাদ
০৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৫০
254095
আশাবাদী যুবক লিখেছেন : মুবারকবাদ
313086
০৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫৭
আবু জান্নাত লিখেছেন : আপনার দোয়ার সাথে আমীন।
313107
০৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন।
ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪৪
254102
আশাবাদী যুবক লিখেছেন : মুবারকবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File