পেটের দায়ে পতিতাবৃত্তিঃ যৌক্তিকতা কতটুকু?
লিখেছেন লিখেছেন আশাবাদী যুবক ০২ এপ্রিল, ২০১৫, ০১:০৬:৫৩ রাত
মাঝে মাঝে পত্র পত্রিকায় পতিতাবৃত্তি নিয়ে কিছু লেখা দেখি ৷ কিন্তু দুঃখজনক বিষয় যে এ পেশার সাথে সম্পৃক্তরা কারণ হিসেবে বলেন পেটের দায় ৷ এবং কিছু কিছু সংবাদে এর পক্ষে সাফাইও গাওয়া হয় ৷
কিন্তু আমি মনে করি এর দ্বারা সৎ কর্মজীবি মহিলাদেরকে অসম্মান করা হয় ৷ পতিতাবৃত্তি ব্যতীত আর কোন উপায় নেই সৎভাবে রুটি রুজি উপার্জনের? লক্ষ লক্ষ মহিলারা সৎভাবে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছেন ৷ ঝি এর কাজ থেকে মন্ত্রণালয়, শিক্ষকতা থেকে সমাজসেবা সর্বত্রই তাদের পদচারণা ৷ কি শিক্ষিত, কি অশিক্ষিত সবাই তাদের দক্ষতা অনুযায়ী কাজ করছেন ৷
তাহলে পেটের দায়ে পতিতাবৃত্তির যৌক্তিকতা কতটুকু???
বিষয়: বিবিধ
১০১৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চিন্তা করার জন্য ।
গাজী সালাউদ্দিন লিখেছেন : কোন যোউক্তিকতা নেই!!!!!! অন্যায় কে বৈধতা দিতেই পেটের দায় শব্দটিকে হাজির করে, ভ্ডামীর একটা সীমা থাকা উচিত! এক্কেবারে যথার্থ । অনেক ধন্যবাদ
পতিতাপাড়ায় যারা যাই তারা কি? তাদেরকে আগে জুতাপেটা করে উচিত শিক্ষা দেয়া উচিত!!
প্রশাসনিক দূর্বলতার সুযোগ নিয়ে
তারা সমাজে পতিতা তৈরী করে, বিশেষ করে পুলিশ ও রাজনৈতিক নেতা!! যাকে বলে টাকার........ভিক্ষুকঃ
পতিতালয়ে যারা যায় তাদেরকে জুতাপেটা করলেই সমস্যার সমাধান হবে না ৷
আমার কথা হলো এ পেশায় যারা সম্পৃক্ত তাদের এখান থেকে অন্যপেশায় নিতে হবে ৷ পতিতা ও খদ্দের সবার জন্য কঠোর আইন করে তা বাস্তবায়ন করতে হবে ৷
অনেক ভার্সিটির মেয়েরা আজ এই কাজ করছে এবং অযুহাত দেখাচ্ছে শিক্ষা ও থাকা খাওয়ার খরচ যোগাতে তারা এ কাজ করছেন ৷ কিন্তু লক্ষলক্ষ মেয়েরা টিউশনি করেতো টাকা রোজগার করছেন, তবে তারা কেন করছেনা?
আর '' My body , My mind , My choice'' - এটা এখনকার মহিলাদের খুব হিট ডায়লগ ।
মহিলারা না হয় পতিতাবৃত্তি করতে পারে , পেটের দায়ে তাহলে পুরুষেরা কিভাবে চলবে ?
মন্তব্য করতে লগইন করুন