পেটের দায়ে পতিতাবৃত্তিঃ যৌক্তিকতা কতটুকু?

লিখেছেন লিখেছেন আশাবাদী যুবক ০২ এপ্রিল, ২০১৫, ০১:০৬:৫৩ রাত

মাঝে মাঝে পত্র পত্রিকায় পতিতাবৃত্তি নিয়ে কিছু লেখা দেখি ৷ কিন্তু দুঃখজনক বিষয় যে এ পেশার সাথে সম্পৃক্তরা কারণ হিসেবে বলেন পেটের দায় ৷ এবং কিছু কিছু সংবাদে এর পক্ষে সাফাইও গাওয়া হয় ৷

কিন্তু আমি মনে করি এর দ্বারা সৎ কর্মজীবি মহিলাদেরকে অসম্মান করা হয় ৷ পতিতাবৃত্তি ব্যতীত আর কোন উপায় নেই সৎভাবে রুটি রুজি উপার্জনের? লক্ষ লক্ষ মহিলারা সৎভাবে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছেন ৷ ঝি এর কাজ থেকে মন্ত্রণালয়, শিক্ষকতা থেকে সমাজসেবা সর্বত্রই তাদের পদচারণা ৷ কি শিক্ষিত, কি অশিক্ষিত সবাই তাদের দক্ষতা অনুযায়ী কাজ করছেন ৷

তাহলে পেটের দায়ে পতিতাবৃত্তির যৌক্তিকতা কতটুকু???

বিষয়: বিবিধ

১০১৫ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312328
০২ এপ্রিল ২০১৫ রাত ০১:১১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : পেটের দায়ে পতিতাবৃত্তি একটা মিথ্যে ও বিব্রান্ত মূলক কথা।
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চিন্তা করার জন্য ।
০২ এপ্রিল ২০১৫ রাত ০১:১৫
253369
আশাবাদী যুবক লিখেছেন : যাজাকাল্লাহ
312339
০২ এপ্রিল ২০১৫ রাত ০১:৩০
গাজী সালাউদ্দিন লিখেছেন : কোন যোউক্তিকতা নেই!!!!!! পেটের দায়ে মেয়েরা গার্মেন্টসে চাকুরী করে না? বুয়া, জিয়ের কাজ করে না? তাদের পেট যদি এইসব কে চলতে পারে, তাহ অন্যদের কেন পতিতাবৃত্তি কে খেতে হবে? অন্যায় কে বৈধতা দিতেই পেটের দায় শব্দটিকে হাজির করে, ভ্ডামীর একটা সীমা থাকা উচিত!
০২ এপ্রিল ২০১৫ রাত ০১:৩৫
253379
আশাবাদী যুবক লিখেছেন : আমার মতটাই এটা ৷ ভন্ডামী ব্যতীত কিছু না ৷
312348
০২ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৩
আব্দুল গাফফার লিখেছেন :
গাজী সালাউদ্দিন লিখেছেন : কোন যোউক্তিকতা নেই!!!!!! অন্যায় কে বৈধতা দিতেই পেটের দায় শব্দটিকে হাজির করে, ভ্ডামীর একটা সীমা থাকা উচিত! এক্কেবারে যথার্থ । অনেক ধন্যবাদ
312359
০২ এপ্রিল ২০১৫ রাত ০৩:০৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পতিতারা শুধু পতিতা হতেই ভালবেসে ওরা অন্য কর্মে গর্ববোধ করেনা!!

পতিতাপাড়ায় যারা যাই তারা কি? তাদেরকে আগে জুতাপেটা করে উচিত শিক্ষা দেয়া উচিত!!

প্রশাসনিক দূর্বলতার সুযোগ নিয়ে
তারা সমাজে পতিতা তৈরী করে, বিশেষ করে পুলিশ ও রাজনৈতিক নেতা!! যাকে বলে টাকার........ভিক্ষুকঃ
০২ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৪২
253489
আশাবাদী যুবক লিখেছেন : আপনার কথা আংশিক সত্য ৷
পতিতালয়ে যারা যায় তাদেরকে জুতাপেটা করলেই সমস্যার সমাধান হবে না ৷
আমার কথা হলো এ পেশায় যারা সম্পৃক্ত তাদের এখান থেকে অন্যপেশায় নিতে হবে ৷ পতিতা ও খদ্দের সবার জন্য কঠোর আইন করে তা বাস্তবায়ন করতে হবে ৷
312419
০২ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৫১
সালাম আজাদী লিখেছেন : তাই যদি হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা বুয়েটে পড়া মেয়েরা এখানে যাবে কেন? আসলে অর্থের মোহ আর শয়তানের হাতছানি
০২ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৩৮
253487
আশাবাদী যুবক লিখেছেন : সঠিক বলেছেন ৷
অনেক ভার্সিটির মেয়েরা আজ এই কাজ করছে এবং অযুহাত দেখাচ্ছে শিক্ষা ও থাকা খাওয়ার খরচ যোগাতে তারা এ কাজ করছেন ৷ কিন্তু লক্ষলক্ষ মেয়েরা টিউশনি করেতো টাকা রোজগার করছেন, তবে তারা কেন করছেনা?
312427
০২ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৩৮
প্রেসিডেন্ট লিখেছেন : শয়তান সবসময় অপযুক্তির আশ্রয় নেয়। এটি তেমনই একটি অপযুক্তি। পতিতাবৃত্তির প্রতি মানুষের সহানুভূতি আদায়ের কৌশল।
০২ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৩৮
253488
আশাবাদী যুবক লিখেছেন : ঠিক বলেছেন, ধন্যবাদ ৷
312459
০২ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩০
হতভাগা লিখেছেন : এটা পৃথিবীর আদিমতম পেশা ।

আর '' My body , My mind , My choice'' - এটা এখনকার মহিলাদের খুব হিট ডায়লগ ।

মহিলারা না হয় পতিতাবৃত্তি করতে পারে , পেটের দায়ে তাহলে পুরুষেরা কিভাবে চলবে ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File