আপনার মতে সেরা একাদশ কি হতে পারে?
লিখেছেন লিখেছেন আশাবাদী যুবক ১৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:৫৫:৪৯ সন্ধ্যা
আগামীকাল ১৮/০২/২০১৫ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশণ ৷
আশাকরি বাংলাদেশ ক্রিকেট দল এবারের বিশ্বকাপে ভালো করবে ৷ আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের মধ্যদিয়ে শুভ সূচনা হবে ৷
যেহেতু আফগানিস্তান মারমার কাটকাট ক্রিকেট ও পেস বল খেলতে পছন্দ করে, তাই তাদের বিপক্ষে ২ পেসার ও ৩ স্পিনার নিয়ে এবং ৮ ব্যাটসম্যান নিয়ে খেলা দরকার ৷আমার মতে আগামীকালের সেরা একাদশ হওয়া উচিতঃ
১) তামীম
২) এনামুল
৩) মুমিনুল
৪) সৌম্য সরকার
৫) মাহমুদুল্লাহ
৬) সাকিব
৭) মুশফিক
৮) নাসির
৯) মাশরাফি
১০) তাইজুল
১১) তাসকিন
আপনার মতে সেরা একাদশ কি হতে পারে?
বিষয়: বিবিধ
৮৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন