আমি কবি বলে
লিখেছেন লিখেছেন নাজমুল আহসান ২২ ডিসেম্বর, ২০১৪, ০৮:০২:৩১ রাত
আমি কবি বলে বৃষ্টিরা ভালোবাসে মরুভূ
আমি কবি বলে নেশার আফিমে ঝরে
প্রদোষের মধু।
আমি কবি বলে অন্ধেরা খুলে দেয়
বন্ধ দুয়ার
আমি কবি বলে নারীর সফেদ বুকে
নামে হিমেল অন্ধকার
আমি কবি বলে শ্যাওলা পড়া পাথরের বুকে হয়
রেশমের চাষ
আমি কবি বলে সৌম্যচণ্চল চোখে তার
প্লাবনের উদ্ভাস
আমি কবি বলে কবিতারা প্রজাপতি
হলুদাভ ডানায় তার নীল সবুজের নিয়তি
বিষয়: বিবিধ
১১৩৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন