শীতের শুকনো পাতা
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২২ ডিসেম্বর, ২০১৪, ০৭:৩৫:৫০ সন্ধ্যা
‘এত তাড়াতাড়ি তার যাওয়ার সময় হয়ে গেলো?’
এই জীবনের পাঠ চুকিয়ে সে চলে যাবে অন্য এক জীবনে;
‘আমাদেরকে’ ছেড়ে সে ‘আমি’ হয়ে যাবে
হয়তো নতুন ‘আমাদের’ গড়ার প্রত্যয়ে।
সবাই যায়, সবার মতো করে, তাকেও যেতে হবে, -এটাই নিয়ম।
এত দিনকার সব মায়া-মমতা, ভালোবাসার স্পর্শকে উপেক্ষা করে
সে আজ চলে যাবে দূরে
তাই শরতের এই লগনে দাঁড়িয়ে আজ
হৃদয় আকাশটা বিরহের কালো মেঘে ঢেকে আছে,
অনেক কষ্টে চোখের শ্রাবণকে পাঞ্জাবীর হাতে লুকিয়ে রাখছি
কিন্তু হৃদয় আকাশ হতে যে শ্রাবণ ধারা ঝরছে কে তাকে আটকাবে?
কোন আঁচলে তাকে লুকাবো?
হয়তো তার এত দিনকার সব স্মৃতি শীতের শুকনো পাতার মতো
হৃদয় আঙিনায় ছড়িয়ে রবে এখানে-সেখানে,
কোন এক মন্তর বিকেলে কাজের অবসরে
হয়তো সেই শুকনো পাতাগুলোকে নেড়ে ছেড়ে দেখবো
আর ঝাপসা চোখে কল্পলোকে হারিয়ে যাবো দূরে বহুদূরে...
হয়তোবা নাড়ির টানে কখনো সে ফিরে আসবে আমাদের কাছে
অথবা আমারা ছুটে যাবো তার পানে।
৩১ আগস্ট, ২০১৪ খ্রিষ্টাব্দ
আনোয়ারা, চট্টগ্রাম।
বিষয়: সাহিত্য
১২০৭ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হৃদয় আকাশটা বিরহের কালো মেঘে ঢেকে আছে,
আমার মনের কথাগুলো সুন্দর করে গুছিয়ে বলার জন্য অনেক অনেক ধন্যবাদ
কিন্তু হৃদয় আকাশ হতে যে শ্রাবণ ধারা ঝরছে কে তাকে আটকাবে? চমৎকার
কিন্তু ৬ অক্টোবর যখন ছোট বোনের বিয়ে হল, সে দিন অনেক কেঁদেছি আমরা সবাই। সেই ছোট বোনটা আস্তে আস্তে বড় হয়ে গেল এত তাড়াতাড়ি, তাকে বিয়ে দিয়ে দিতে হল, এটা মানতে অনেক কষ্ট হয়েছে, এখন অবশ্যই স্বাভাবিক।
আসলে ভাই বোন মানে অনেক দেহে একটি হৃদয়ের বিভাজন, অনেক ধন্যবাদ আপনাকে
অমোঘ নিয়তীর হাতে বন্দি না চাইলেও আমাদের কত অসহ্য সময় অতিক্রম করতে হয়!
কখনো কখনো কিছুই করার থাকে না তখন!
তবে আপনার কবিতার প্রতিটি শব্দ, প্রতিটি লাইন আজ এক কথায় অসাধারণ লেগেছে, সকাল বেলা মনটা ভালো হয়ে গেলো।
অনেনননক ধন্যবাদ.................................
আসলে ভাই বোন মানে অনেক দেহে একটি হৃদয়ের বিভাজন। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্টের জন্য
মন্তব্য করতে লগইন করুন