ইজ্জতের দামে রুটি

লিখেছেন লিখেছেন নাজমুল আহসান ১৫ ডিসেম্বর, ২০১৪, ১২:৪৯:৩৮ রাত

হাঙরের পেট খুঁড়লে বেরিয়ে আসে

মানুষের কঙকাল,চেয়ার-টেবিলের ছেঁড়া টুকরো,

ষোড়শীর কালোচুল, দাঁতেরমাজন ইত্যাদি।

আমার পেট খুঁড়লে তোমরা একটা

বিশালরুটি ছাড়া আর কিছুই পাবেনা;

রুটির শরীর জুড়ে গণিকার দেঁতোহাসি

ইজ্জতের ক্ষতচিহ্ন,ক্ষতের যোনিচোয়া

জমাট রক্তের হোলিউৎসব।

উৎসবের কোরিডোরে মৃত সৈনিকের মতো

মুখ থুবড়ে পড়ে থাকা আমার যৌবনের

সোনালিস্বপ্ন গুলোকে বীরযোদ্ধার বেশে

পাবার আশায় তবু.....তবু রোজ সকালে

সেই রুটিই আমার চাই।

বিষয়: সাহিত্য

১০৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File