অনাগত সুন্দর তরে

লিখেছেন লিখেছেন নির্বোধ১২৩ ১৫ ডিসেম্বর, ২০১৪, ১২:৫৮:১৯ রাত

হে অনাগত বৎস আমার -

জমিয়ে রেখেছি হৃদয়ে সঞ্চিত

আমার সকল ভালবাসা তোরই জন্য শুধু।

আমার আবেগ, নিভৃত অভিপ্সা,

সকলই তোর প্রতীক্ষায় মধুর।

যে ফুল ফুটেনি এখনো,

যে পাখি গায়নি কূজন, যে পুতুল জাগেনি কভু,

বারিধারায় যে মেঘ ভাসায়নি এখনো -

অপেক্ষায় আমি - অজানা তোর সেই হাসিমুখ

মুকুরে জাগে; অনিন্দ্য সুন্দরে।

উৎসূক আমি সকল অনুভবে,

জেগে রই নিরবধি শুধু - তোরই তরে

বুকের পরশে তোর অফুটা ফুলেল হাসি

মধুর গুঞ্জনে যেন মাতোয়ারা

পঙ্খিকূল ঘিরে মোর চারিধারে।

মুক্তো ছড়ায় শত ঝিনুক আমারি কণ্ঠহারে

কত মাধুর্যেরা হাসে তোরই প্রতিম

সকলই পারি এড়াতে নিঃভ্রূক্ষেপে আমি

তোরই অপেক্ষায় থেকে।

অনাগত হে দূত, আমারেই জানিস;

তোর ভালবাসার সকল আধার।

+++++++++++++++++++++++

**(কবি সুলতান মাহমুদ এর

Waiting For Unknown কবিতার ভাবানুবাদ)

মূল কবিতার লিংকঃ Click this link

বিষয়: বিবিধ

৯৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File