কোথায় স্বাধীনতা?
লিখেছেন লিখেছেন রুম্মাম সাকিব রুশো ১৬ ডিসেম্বর, ২০১৪, ০২:০৫:৫০ রাত
দেশটা নিয়ে টানাটানি
চলছে জোরেসোরে।
বাঙালী সব দেখেই যাচ্ছে
মুখটা বন্ধ করে।
দেশের চেয়ে দল বড় আজ
দলের চেয়ে নেতা।
মন্ত্রী, এমপি বাহুবলে
বকছে, করছে যা তা।
শাসকশ্রেণী ইচ্ছেমতো
অদল বদল করছে আইন।
চাটুকাররা দিচ্ছে তালি
বলছে মুখে ফাইন ফাইন।
সত্য কথা যায়না বলা
বলতে গেলেই রাজাকার।
মুক্তিযোদ্ধা হোক সে কিংবা
হোকনা বয়স বারো তার।
ভুলন্ঠিত মানবতা
অরক্ষিত দেশটা আজ।
কোথায় স্বাধীনতা দেখো?
যদিও বিজয় দিবস আজ।
স্বৈরতন্ত্র চলছে দেশে
গনতন্ত্রের ভান ধরে।
স্বাধীনতা চাবুক খেয়ে
পালিয়েছে তেপান্তরে।
বিষয়: সাহিত্য
১৬৭০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চেতনাবাজদের অক্টোপাশে বন্দি আজ স্বাধীনতা!!!
দেশের বড় শালা !!
সত্য কথা যায়না বলা
বলতে গেলেই ৫৭ ধারা !!
ভুলন্ঠিত মানবতা
কোথায় স্বাধীনতা !!
যদিও আজ বিজয় দিবস ,
স্বৈরতন্ত্রে চলছে দেশ
গনতন্ত্রের ভান ধরে।
স্বাধীনতা চাবুক খেয়ে
পালিয়েছে তেপান্তরে।
Awesome. very nice . Thank you so much.
তবুও আমরা চুপ করে।
মুখে সবাই দিয়েছে তালা
যদিও অনাচার দেশজুড়ে।
লজিকাল ভাইয়া, আপনার কথা ১০০% সত্য। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
মন্তব্য করতে লগইন করুন