অঙ্গীকার
লিখেছেন লিখেছেন রুম্মাম সাকিব রুশো ১৪ ডিসেম্বর, ২০১৪, ০৮:৪১:৫২ সকাল
হৃদয় আকাশে উজ্জ্বল আলোর দিপ্তি ছড়ায়
তোমার রক্তিম অধরের অস্ফুট উচ্চারণ "ভালোবাসি"।
শরীরের প্রতিটি অনুতে তুলে মায়াবী সুখের হিল্লোল
তোমার মুক্তা ঝরানো হৃদয় কাড়া ঐ মিষ্টি হাসি।
তোমার স্বর্গীয় নীলপদ্ম আঁঁখির প্রেমের বাণে
সুখের পাখিরা বাসর সাঁজায় হৃদয় কোণে।
রিন ঝিনঝিন সুর বেজে যায় মনের মাঝে
মোর তনু মন কাঁপে সারাক্ষণ সকাল সাঁঝে।
প্রেয়সী, তোমার অকৃত্রিম প্রেমের মুগ্ধ পরশে
হৃদয় ময়ূরী নেচে নেচে যায় রজনী দিবসে।
তোমার প্রেম জানেনা পিছু টানতে বরং দেয় প্রেরণা
প্রলয় নৃত্যে কাঁপবে পৃথিবী, তবু পাশাপাশি রবই দু'জনা।
বিষয়: সাহিত্য
১২৯৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সত্যি অসাধারণ একটি কবিতা, তবে ছবিগুলো আমাকে বিরক্ত করেছে।
কাব্যিকতা মুগ্ধ করল কিন্তু অনুভূতি তে একমত নয়।
"তোমার প্রেম জানে পিছু টানতে,দেয় না কোন প্রেরণা!
ধ্বংশের প্রলয়ে কাঁপবে পৃথিবী, পাশাপাশি হলেই দু'জনা!!"
কাহাফ ভাই, আসলে কবিতার নিচের দু'লাইন একেক জনের জন্য একেক রকম হবে। যে মেয়েটিকে নিয়ে এত আবেগ কবিতার ছন্দ হয়ে ঝরে ঝরে পড়ে সে প্রকৃতপক্ষে কেমন তার উপর এবং নিজের দৃষ্টিভংগীর উপর নির্ভর করবে শেষ লাইন দু'টি কি হবে। যেমন ধরুন, ক্রিকেটার রুবেলের কাছে এখন সেই রকম রকিং হবে। তবে সুন্দর কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আবারো ধন্যবাদ সুন্দর প্রতিমন্তব্যের জন্যে!
আপনার যুক্তিক কথামালায় সহমত পোষণ করছি!!
মন্তব্য করতে লগইন করুন