মেয়ের জন্য বাবার ভালোবাসা
লিখেছেন লিখেছেন রুম্মাম সাকিব রুশো ১২ ডিসেম্বর, ২০১৪, ০৮:২৫:১৪ রাত
ছোট্ট খুকি, মা মণি আমার
মুখে ফুটে আধো বোল।
হাসি খুশি আর মায়ায় ভরিয়ে
দিয়েছো মোদের কোল।
সকাল বেলা ঘুম থেকে উঠে
দুষ্টমি ভরা হাসি।
চোখ পিট পিট, মৃদু হাতছানি
কতই না ভালোবাসি।
আদরের ডাক মা মণি ডাকলে
দ্রুত ফিরে ফিরে চাওয়া।
হাত বাড়ালে ফিরে আসা কোলে,
রাগ দেখালে থেমে যাওয়া।
কাজে বাধা পেলে, থমকে দাঁড়াও
চোখে ঝরে লোনা জল।
একটু আদর, সোহাগ বচনে
ফের হাসি কলকল।
কাঁদতে বললে মায়া কান্না করো।
হাসতে বললে হাসো।
বাড়ি ফিরলেই বুকে মুখ গুঁজো
বুঝি খুব ভালোবাসো।
ল্যাপটপে কাজ করতে দেখলে
সব ফেলে সেদিক চাওয়া ।
দ্রুত কাছে এসে মাউস কি-বোর্ড ধরে
প্রকৌশলী বনে যাওয়া।
এতো কিছু দেখে সুখ জাগে বুকে,
মনে মায়া, ভালোবাসা।
আল্লাহ তা'য়ালার শুকরিয়া করি,
করি আরো কিছু প্রত্যাশা।
বড় হও তুমি, আরো অনেক বড়
ফুলের সুগন্ধি নিয়ে ফুটো।
মেধা মননের দিপ্ত শিখায়
জ্বল জ্বল করে জ্বলে উঠো।
মেয়ের শাসন দেখতে চাইলে প্লিজ এখানে ক্লিক করুন
বিষয়: Contest_father
১৫৯৭৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মেয়েকে নিয়ে আপনার চাওয়া পাওয়া পূর্ণ হোক এই কামনা রইল ।
ফুলের সুগন্ধি নিয়ে ফুটো।
মেধা মননের দিপ্ত শিখায়
জ্বল জ্বল করে জ্বলে উঠো।
অসম্ভব ভালো লাগলো। শুভকামনা।
খুব ভালো লাগ্লো...
সবার ভালোলাগা মোরে অনুপ্রেরণায় ভেজায়।
আপনাকে অনেক ধন্যবাদ।
বাবা মায়ের মুখ।
এতেই পাবে বাবা মা তোমার
দু'জাহানের সুখ।
অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন