মেয়ের জন্য বাবার ভালোবাসা

লিখেছেন লিখেছেন রুম্মাম সাকিব রুশো ১২ ডিসেম্বর, ২০১৪, ০৮:২৫:১৪ রাত



ছোট্ট খুকি, মা মণি আমার

মুখে ফুটে আধো বোল।

হাসি খুশি আর মায়ায় ভরিয়ে

দিয়েছো মোদের কোল।



সকাল বেলা ঘুম থেকে উঠে

দুষ্টমি ভরা হাসি।

চোখ পিট পিট, মৃদু হাতছানি

কতই না ভালোবাসি।



আদরের ডাক মা মণি ডাকলে

দ্রুত ফিরে ফিরে চাওয়া।

হাত বাড়ালে ফিরে আসা কোলে,

রাগ দেখালে থেমে যাওয়া।



কাজে বাধা পেলে, থমকে দাঁড়াও

চোখে ঝরে লোনা জল।

একটু আদর, সোহাগ বচনে

ফের হাসি কলকল।



কাঁদতে বললে মায়া কান্না করো।

হাসতে বললে হাসো।

বাড়ি ফিরলেই বুকে মুখ গুঁজো

বুঝি খুব ভালোবাসো।



ল্যাপটপে কাজ করতে দেখলে

সব ফেলে সেদিক চাওয়া ।

দ্রুত কাছে এসে মাউস কি-বোর্ড ধরে

প্রকৌশলী বনে যাওয়া।



এতো কিছু দেখে সুখ জাগে বুকে,

মনে মায়া, ভালোবাসা।

আল্লাহ তা'য়ালার শুকরিয়া করি,

করি আরো কিছু প্রত্যাশা।



বড় হও তুমি, আরো অনেক বড়

ফুলের সুগন্ধি নিয়ে ফুটো।

মেধা মননের দিপ্ত শিখায়

জ্বল জ্বল করে জ্বলে উঠো।



মেয়ের শাসন দেখতে চাইলে প্লিজ এখানে ক্লিক করুন

বিষয়: Contest_father

১৫৯৭৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

293740
১২ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১৭
আফরা লিখেছেন : মাশাআল্লাহ !মেয়ে তো বাবার মত হয়েছে । কবিতাও সুন্দর হয়েছে ।

মেয়েকে নিয়ে আপনার চাওয়া পাওয়া পূর্ণ হোক এই কামনা রইল ।
১২ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৩২
237375
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : আমীন। শুভ কামনা এবং সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
293750
১২ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো Rose Rose Rose
১২ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১৭
237404
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : শুনে Happy হলাম। ধন্যবাদ।
293761
১২ ডিসেম্বর ২০১৪ রাত ১০:২৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : বড় হও তুমি, আরো অনেক বড়
ফুলের সুগন্ধি নিয়ে ফুটো।
মেধা মননের দিপ্ত শিখায়
জ্বল জ্বল করে জ্বলে উঠো।

অসম্ভব ভালো লাগলো। শুভকামনা। Rose Rose
293770
১২ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১৫
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : ফুলের সুগন্ধি ভালো লেগেছে তাই আপনাকে ধন্যবাদ।
293771
১২ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : লক্ষী লক্ষী ছবিগুলো আর কবিতাও ভালো লাগলো!
১২ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৩৪
237413
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : উলে বাবালে!তাই নাকি আপনাকে অনেক ধন্যবাদ।
293773
১২ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১৭
ভিশু লিখেছেন : সুন্দর।
খুব ভালো লাগ্লো...Happy Good Luck
১২ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৩৪
237412
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : খুব ভালো লেগেছে জেনে খুশি হলাম বেজায়।
সবার ভালোলাগা মোরে অনুপ্রেরণায় ভেজায়।
293777
১২ ডিসেম্বর ২০১৪ রাত ১১:২৩
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : উলে বাবালে!তাই নাকি

আপনাকে অনেক ধন্যবাদ।
293794
১৩ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৫৪
আফরোজা হাসান লিখেছেন : অনেক অন্নেক দোয়া রইলো আপনার মামণির জন্য। Happy Good Luck Rose Praying Angel
১৩ ডিসেম্বর ২০১৪ সকাল ০৬:৩৭
237449
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : আপনাকে ধন্যবাদ। আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুন। আমীন।
293799
১৩ ডিসেম্বর ২০১৪ রাত ০১:০৬
রফিক ফয়েজী লিখেছেন : বড় হও মা মনি উজ্জ্বল করো
বাবা মায়ের মুখ।
এতেই পাবে বাবা মা তোমার
দু'জাহানের সুখ।
অনেক ধন্যবাদ।
১৩ ডিসেম্বর ২০১৪ সকাল ০৬:৪০
237450
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : কবিতার নান্দনিকতায় আশীর্বাদ করার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। আপনাকেও অনেক ধন্যবাদ।
১০
293823
১৩ ডিসেম্বর ২০১৪ সকাল ০৭:৩৬
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : সেই পিচ্চি মা মণিটা দেখছি ধীরে ধীরে আদর এবং শাসন করার ক্ষেত্রে আমার মায়ের মতই হচ্ছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File