ইচ্ছার দৃঢ়তা
লিখেছেন লিখেছেন রুম্মাম সাকিব রুশো ১১ ডিসেম্বর, ২০১৪, ১১:২২:৪১ রাত
আমি হতে চাই পাখি।
স্বাধীন সুরে গান গেয়ে যেতে চাই।
যদি কেউ বলে,"গান লাগেনা ভালো"
তাতে আমার কি আসে যায়?
আমি হতে চাই ফুল।
স্বাধীন ভাবে চাই সৌ্রভ বিলিয়ে দিতে।
যদি কেউ বলে,"সুবাস লাগেনা ভালো"
তবে আমার ক্ষতি কি তাতে?
আমি হতে চাই চন্দ্র।
স্বাধীন ভাবে চাই জো্ৎস্না ছড়িয়ে দিতে।
যদি কেউ সে আলোয় অনুভব করে অসস্তি।
তবে আমার দেখার কিছুই নেইকো তাতে।
বিষয়: বিবিধ
১১৪৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সত্য কথাও বলবো তাই।
তা নিয়ে ফের ভাবলো কে, কী,
সেসব আমার বিষয় নয়।
স্বাধীন ভাবে চাই সৌ্রভ বিলিয়ে দিতে।
খুবই সুন্দর কথা।
শুভেচ্ছা কবি
স্বাগত জানাই।
সুন্দর স্বপ্নময় এ ইচ্ছেঘুড়ি ডানা মেলুক সুদূর আকাশ পানে- এই শুভ কামনা আমার!!
মেলুক ডানা সবার মনে।
নির্ভয়ে আজ সত্য বলুক
প্রতি প্রান্তে জনে জনে।
অনেক ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য।
মন্তব্য করতে লগইন করুন