শীতের সকাল (শেষ অংশ)
লিখেছেন লিখেছেন রুম্মাম সাকিব রুশো ১১ ডিসেম্বর, ২০১৪, ১২:১৬:৫৮ দুপুর
শীতের সকাল মাঝে মাঝে বৈরাগিনীর বিষন্ন একতারার
নিঃসঙ্গ তারে হানে নির্মম আঘাত।
বনের শুষ্ক বিবর্ন পাতাগুলো ঝরে পড়ে।
তা দু'হাতে লুফে অবলিলায় উড়ায় উত্তরের হিমগর্ভ বাতাস।
বেলা বাড়ে সূর্য গভীর আলস্যে উঠতে থাকে ঊর্ধ্বাকাশে
পূর্ব দিগন্তের কুয়াশার জাল ছিন্ন ভিন্ন করে।
কিরণবানে পরাজিত হয় শীতের তীব্রতা, রোদের স্পর্শে
শীতের সকাল একবিন্দু শিশিরের ন্যায় টলমল করে।
শীতের সকালের এত রূপ দেখে হই আত্মহারা,
হৃদয় আমার নেচে উঠে গায় গান।
রূপসি বাংলায় জন্মেছি আমি তাই
ধন্য আমি, ধন্য জীবন ধন্য আমার প্রান।
পূর্বের অংশ পড়তে প্লিজ এখানে ক্লিক করুন
বিষয়: বিবিধ
২১৯৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শীতের সকাল খুজে পেলাম কাব্যিক নান্দনিকতায়!
আপনার আংগিনায় অনেক ধন্যবাদ ও ভাল লাগা ছড়িয়ে গেলাম!!
সকালটাকে খুব ভালোলাগার জন্য।
মন্তব্য করতে লগইন করুন