বাজারে ভেজাল পাটালী!

লিখেছেন লিখেছেন ইসলামিক দাওয়া ফাউন্ডেশন ০৯ ডিসেম্বর, ২০১৪, ০৫:১০:১৫ বিকাল



রসের আগে হচ্ছে গুড়

পাটালী বেশ স্বাধ,

খাচ্ছে কিনে আহা মজা

যায়না বুঝা খাদ।

স্যাগারিণ আর চিনি নাকি

থাকছে তাতে মিশে,

নইলে রসের আগেই গুড়ে

পাটালী হয় কিসে?

খুব সেয়ানা গাছির বেটা

পাকা হাতের রস,

ভেজাল কাজের সত্যি গুরু

স্যালুট জানায় বস।

-সৌরভ শাহী

বিষয়: বিবিধ

৮৭২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

292764
০৯ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : জাজাকাল্লা খায়রান। অনেক সুন্দর লিখেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File