কবিতাবৃত্তি
লিখেছেন লিখেছেন ছালসাবিল ২৭ মে, ২০১৫, ০৮:১০:৫৬ রাত
বিদ্যেবোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে
মাঝিরে কন, "বলতে পারিস সূর্যি কেন ওঠে ?
চাঁদটা কেন বাড়ে কমে ? জোয়ার কেন আসে ?"
বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যালফেলিয়ে হাসে।
বাবু বলেন, "সারা জনম মরলিরে তুই খাটি,
জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি।"
খানিক বাদে কহেন বাবু "বলত দেখি ভেবে
নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে ?
বলত কেন লবণপোরা সাগর ভরা পানি ?"
মাঝি সে কয়, "আরে মশাই অত কি আর জানি ?"
বাবু বলেন, "এই বয়সে জানিসনেও তা কি
জীবনটা তোর নেহাৎ খেলো, অষ্ট আনাই ফাঁকি ?"
আবার ভেবে কহেন বাবু "বলতো ওরে বুড়ো,
কেন এমন নীল দেখা যায় আকাশের ঐ চূড়ো ?
বলত দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন ?"
বৃদ্ধ বলে, "আমায় কেন লজ্জা দেছেন হেন ?"
বাবু বলেন, "বলব কি আর, বলব তোরে কি তা,--
দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা।"
খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে,
বাবু দেখেন, নৌকোখানি ডুবল বুঝি দুলে !
মাঝিরে কন, "একি আপদ ! ওরে ও ভাই মাঝি,
ডুবল নাকি নৌকো এবার ? মরব নাকি আজি ?"
মাঝি শুধায়, "সাঁতার জানো ?" --মাথা নাড়েন বাবু,
মূর্খ মাঝি বলে, "মশাই, এখন কেন কাবু ?
বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে,
তোমার দেখি জীবন খানা ষোল আনাই মিছে।"
বিষয়: বিবিধ
১৩৮৩ বার পঠিত, ৬৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঘুম কেমোনে আসে,
ভাবি আছে পাশে,
স্বপ্ন চলে আসে
ঘুম আসে নাহহহহহ, ঘুম আসে নাহহহহ
নিজেকে পাহাড়া দিয়েন কিন্তু ভাইয়া কোন পেত্নি যেন আবার না ধরে
বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে,
তোমার দেখি জীবন খানা ষোল আনাই মিছে।
আরেকটা ছিল, গাধার কান।
ফাঁকিবাজ নাম্বার ওয়ান! ফাতিমা আপু কবির নাম বলে না দিলে তো ভাবতাম আপনি লিখেছেন বুঝি!
ধার করে চমৎকার শিক্ষণীয় বিষয় সম্বলিত কবিতাখানি শেয়ার করায় 'জাতির পক্ষ' থেকে স্বপ্রনোদিত হয়ে অনেক ধন্যবাদ জানালাম!! >- >- >-
আমি জ্ঞান হারাতাম,মরেই যেতাম,এই কবিতা যদি আপনার হত.........
উহহফ আলহামদুলিল্লাহ! এটা আমার কবিতা নয়। বাচা গেল
হুমম, আমিও সাঁতার জানি.......
অনেক দিন পর এই কবিতা খানি হৃদয় জুড়িয়ে দিল......।
আমি হিরো হতে চাই নাহ্ আমি জিরোই থাকতে চাই
আপনাকে অননননননেক ধন্যবাদ ভাইয়া
পিলাচ পিলাচ ।
...বাবুদের তালপুকুর....
মাঝে মাঝে পুরোনো কবিতা খুউবববই ভালোলাগে
......
আমার কবিতা দেবার পরে একজন একটি আইডি বানিয়েছে "লিচু চোর"
মন্তব্য করতে লগইন করুন