প্রবন্ধ ২/৭ : সিরাতুল মোস্তাকিম : জান্নাতের রোডম্যাপ (ধারাবাহিক-শেষ পর্ব)
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৭ মে, ২০১৫, ০৮:১৪:৪৫ রাত
শেষ পর্ব :
১) আমার প্রকাশিত ৯ নং গ্রন্থ/পুস্তিকা।
সহব্লগারদের পাঠ এবং শেয়ার করার জন্য ভুিমকা, সূচিপত্র এবং উৎস দেয়া হল। আগ্রহী পাঠক মিলিয়ে ধারাবাহিক ১-৬ পর্ব পর্যন্ত পূর্ণাঙ্গ পুস্তিকাটি পড়ার জন্য।
২) দু’টি কথা (ভুমিকা) :
বিসমিল্লাহির রাহমানির রাহীম। সমস্ত প্রশংসা তাঁরই প্রাপ্য, যিনি তামাম জাহানের রব-আল্লাহতায়ালার। সমস্ত দরূদ ও সালাম তাঁরই জন্য-যিনি সমগ্র মানবজাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী-মানবতার পরম কল্যাণকামী মোহাম্মদুর রাসূলুল্লাহ (সা)। আতœার মাগফেরাত কামনা করছি সালফে-সালেহীনদের জন্য। আসলে দুনিয়ার তাবৎ মানব মুক্তি ও সফলতার উপায় খুঁজে খুঁেজ হয়রান। কেউ ছুটছেন মানব রচিত (সমাজতন্ত্র, পুঁিজবাদ, ভৌগলিক জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, দ্বন্দ্ববাদ) মতবাদের দিকে, কেউ বৈরাগ্যবাদের দিকে, কেউ বা প্রকৃিতর ইচ্ছার উপর নিজেদের ভাগ্যকে ন্যস্ত করেছে। এই পৃথিবীর মালিক আল্লাহতায়ালা সৃষ্টির সেরা মানুষকে সৃষ্টি করে অন্ধকারে ছেড়ে দেন নি। মানুষ যখনই ধ্বংসের দ্বারপ্রান্তে তখনই আলোর দিশা হিসেবে অসংখ্য নবী-রাসূল প্রেরণ করেছেন, মানুষের হেদায়েতের জন্য। জীবন বিধান আল্ ইসলামের মাধ্যমে সর্বশেষ নবীর মাধ্যমে মানুষের দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য মোহাম্মদুর রাসূলুল্লাহ (সা)কে পাঠিয়েছেন। তাঁর উপর অবতীর্ণ মহাগ্রন্থ আল্ কোরআনকে সিরাতাল মোস্তাকিম বা সরল পথের সন্ধানের উপায় হিসেবে প্রদত্ত করেছেন। যা আঁকড়ে ধরলে সোজা জান্নাতে দিয়ে শেষ হবে মিশন, এর ব্যতয় হলে চির দুঃখের জাহান্নামই হবে শেষ ঠিকানা। আমরা সেই সিরাতাল মোস্তাকিম বা জান্নাতের রোডম্যাপকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। হে প্রশান্ত আতœা! তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো। কৃতজ্ঞ হও, আমার অনুগত বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও এবং আমার জান্নাতে দাখিল হও।” (আল্ কোরআন-৮৯: ২৭-৩০) এই বইয়ের পান্ডুলিপি মাহে রমজান ২০১০ সালের এতেক্বাফ থাকাকালীন অবস্থায় প্রস্তুত করেছিলাম। আল্লাহর মেহেরবাণীতে প্রকাশক বন্ধুপ্রতীম জনাব সাইফুল উদ্দিন ভাইয়ের অকৃত্রিম সহযোগিতায় বইটি আলোর মুখ দেখেছে। ছোটখাট ভুল-ভ্রান্তি ক্ষমার্হ। হে আল্লাহ তুমি আমাদের উপর রহমত নাযিল করো। তোমার নবীর দেখানো সরল পথে পরিচালিত করো। আসুন সমবেত কন্ঠে বলি, “সে পথ তোমার আমার-যে পথ বিশ্বনবী (সা)এর।”
২) সূচিপত্র
-ইসলামী জীবন ব্যবস্থাই সিরাতুল মোস্তাকিম
-সিরাতুল মোস্তাকিম : জান্নাতের রোডম্যাপ
-আল্ কোরআন সিরাতুল মোস্তাকিম প্রদর্শনকারী
-আল্লাহ যাকে চান সরল পথে পরিচালিত করেন
-নবী-রাসূলগণ মানুষকে সরল পথে চলার দাওয়াত দিয়েছেন
-ঈমানের পরিবর্তে কুফরী নীতি গ্রহণকারীরা সঠিক পথ থেকে বিচ্যুত
-সরল পথ বা হেদায়েতের পথ আল্লাহর নিদর্শনাবলীর মাধ্যমে বুঝা যায়
-তাগুতের অনুসরণ করলে সরল পথ থেকে বিচ্যুত হবে
-দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি এবং নিজের খেয়ালখুশী মত চললে পথভ্রষ্ট হবে
-সরল সোজা পথ দেখানোর দায়িত্ব আল্লাহর
-বক্র পথ নয়, সরল পথ অবলম্বনের জন্য আল্লাহপাকের নির্দেশ
-রাব্বুল আলামীনের সামনে মানুষকে সরল পথ থেকে গোমরাহীতে নিক্ষেপের শয়তানের চ্যালেঞ্জ
-পূর্ববর্তী কিতাবগুলো সঠিক পথ প্রদর্শনকারী ছিলো
-যারা ঈমান আনে তাদের আল্লাহপাক সরল পথেই রাখেন
-সরল পথের উদাহরণ-আল্লাহ নিজেই দিয়েছেন
-সরল পথের টিকে থাকার উপায় আল্ কোরআন ও আস্সুন্নাহ
-সরল পথের উদাহরণ দিয়েছেন-রাসূল (সা)
-সাহাবাগণ সরল পথের ওপর প্রতিষ্ঠিত ছিলেন
-খেলাফতে অধিষ্ঠিত হওয়ার পর সরল পথে পরিচালিত হওয়ার জন্য হযরত আবু বকর (রা) এর দোয়া
-আমীরুল মোমেনীন হযরত উমর ফারুক (রা) এর দোয়া
-সরল পথ, আল্ ইসলাম ৫টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত
-জিহাদ ফি সাবিলিল্লাহ
-ইনফাক্ক ফি সাবিলিল্লাহ
-সরল পথ বা জান্নাতের পথের কতিপয় আমল
-হেদায়েতের পথে (সরল পথে) টিকে থাকার দোয়া
৪) যে ফুল দিয়ে গেঁথেছি মালা :
ক) তাফসীরে ফী যিলালিল কোরআন-সাইয়্যেদ কুতুব শহীদ (র), আল্ কোরআন একাডেমী লন্ডন।
খ) তাফহীমূল কোরআন-সাইয়্যেদ আবুল আলা মওদুদী (র), আধুনিক প্রকাশনী, ঢাকা।
গ) তাফসীরে মারেফুল কোরআন-মুফতী মুহাম্মদ শফী, অনুবাদ-মাওলানা মুহিউদ্দিন খান
ঘ) মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল্ কোরআন-মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী
ঙ) সুবহে সাদিক : আতিœক ও আধ্যাতিœক উন্নয়নের নির্দেশনা-আল্লামা খুররম জাহ্ মুরাদ, বাংলাদেশ ইনষ্টিটিউ অব ইসলামিক থট
চ) খেলাফতে রাশেদা-মাওলানা মুহাম্মদ আবদুর রহীম, খায়রুন প্রকাশনী, ঢাকা।
ছ) ইসলামী আদর্শ-ড.মাহমুদ আহমদ, প্রফেসরস্ প্রকাশন, ঢাকা।
(সমাপ্ত)
======
বিষয়: সাহিত্য
১১৯৮ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই গরমে শান্তির যেমন আকাল যাচ্ছে
ব্লগে যাচ্ছে ব্লগারদের আকাল।
আপনার এই গ্রন্থখানী অসংখ্য ফুলের নির্যাস থেকে তৈরী। আল্লাহ পাঠক সমাজকে এই ফুলের নির্যাস থেকে উপকৃত করুন।
মন্তব্য করতে লগইন করুন