হে নবী! আপনার স্বরণকে সু'উচ্চ র্মযদায় সমুন্নত করেদিয়েছি।(ওয়া'রাফানা লাকা যেকরাক ৯৪/৪) আজ কেউ নবীজিকে অসম্মান করলে তার স্থান কোথায় হবে..?

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২৭ মে, ২০১৫, ০৫:১৮:৪৫ বিকাল

প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মোস্তফা(সাঃ) এর মর্যাদা স্বয়ং বিশ্ব পরিচাক মহান স্রষ্টা রাব্বুল আলামিন নিজেই প্রতিষ্টা করে দিয়েছেন। স্বয়ং আল্লাহ এবং তার ফেরাস্তারাও তাহার প্রতি দরুদ পাঠান নিয়মিত। আজ আমরা দেখী পেতিনেতা ও পেতি ব্লগার নবীজিকে খোঁচা দিয়ে লিখেন এবং বলেন তখন মন্টা এতই খারাফ হয় তা লিখার ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

"ওয়া'রাফায়ানা লাকা যেকরাক" মক্কার জীবনের শুরুর দিকে যখন এই সুরাটি নাযিল হয়, তখন প্রিয় নবীজির নিবেদিত প্রাণ সাহাবীদের কেউই অনাগত ভবিষ্যতের এই গানিতিক হিসাবটা কষে দেখেননিযে, আল্লাহ তায়ালা কিভাবে তাঁর প্রিয় হাবিবের মর্যাদা ও স্বরণ প্রক্রিয়াকে অব্যাহত গতিতে সমুন্নত করেছেন।

আজ উত্তর গোলার্ধের আলাসকা থেকে দক্ষিণ গোলার্ধের সিডনী পর্যন্ত, পূর্ব গোলার্ধের টোকিও থেকে পশ্চিম গোলার্ধের হাওয়াই পর্যন্ত- কোথাও মাসজিদের মিম্বার মেহরাবে আযান ইকামাতে হাজার হাজার কোটি মানুষ সেই মহামানবের মর্যাদা ও সম্মানকে উঁচু করার ঘোষনা প্রদান করেই যাচ্ছে।

আজ পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিনিয়ত এভাবে সেই মহামানবের নামে এই ঘোষণা প্রকাশ করতেই থাকে তাহলে গত দেড় হাজার বছরে ঠিক কতোবার তাঁর নামে এই মর্যাদা সম্মান উচ্চারিত হয়েছে তার হিসাব করার জন্যে জানি না আমরা কোথায়ও কোনো সুপার কম্পিউটার খুজে পাবো কি না।

প্রতিদিন একজন সাধারণ মুসলমান অবশ্য পালনীয় ৩২ রাকায়াত নামাযে কমপক্ষে ১১ বার করে দরুদটি পড়ে। যারা এর বাইরে রীতিমতো তাহাজ্জুদসহ অন্যান্য নফল নামায পড়েন-তাদের জন্য এ সংখ্যাটি আরো কত বেশী হবে?

আজ পর্যন্ত যতো বড়ো মাপের মানুষ দুনিয়ায় এসেছেন কবি দার্শনিক রাজনীতিক সাহিত্যিক এই পৃথিবীতে তাদের অবদান রেখে গেছেন এক এক করে তাদের কথা স্বরণ করুন। মানব ইতিহাসের এ দীর্ঘ মিছিলে এমন একজন মানুষও কি পাওয়া যাবে। যাকে তাঁর অনুসারীরা এভাবে স্বরন করে?

তাদের নামে এ ভাবে দরুদ পড়ে এবং তাদের নাম কি এই ভাবে স্বরণ করে? আজন কেউ আল্লাহর সন্তোষ্টি পেতে ছাইলে তাকে নবীজির অনুস্বরণ করতেই হবে। নবীজিকে ভালবাসলেই আল্লাহ খুশী হবেন। আসুন আল কুরআন ও সুন্নাহর অনুস্বরণের মধ্যেমে আল্লাহর সন্তোষ্টি অর্জন করে।

বিষয়: বিবিধ

১২২১ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322888
২৭ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০৪
ব্লগার শঙ্খচিল লিখেছেন : আপনি নীলাঞ্জনার কথা বলছেন ?? সবাই মিলে ওর নামে রিপোর্ট করলে টুডে কর্তৃপক্ষ তাকে ব্যান্ডকরতে বাধ্য হবে ।

২৭ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩০
264089
লজিকাল ভাইছা লিখেছেন : তাঁকে ভদ্র ভাবে একটা ধোলাই দিয়ে আসলাম। আশা কর কয়েকদিন আসবেনা আসলেও তাঁর আগের অন্য নামে আসবে। তখন রাম ধোলাই দিব ইনশাল্লাহ।
২৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:০০
264098
কুয়েত থেকে লিখেছেন : লেখার সাথে মন্তব্যর কোন মিল খুজেই পেলান না!যার কথা বললেন সেতো বহুরুপি কতনাম যে সে পরিবর্তন করলো।ধন্যবাদ
২৭ মে ২০১৫ রাত ১১:১৫
264200
নীলাঞ্জনা লিখেছেন : উনি কেমন আল্লা? এক নবীকে তাল গাছে তুলে দিয়ে খলাস। অথচ উম্মত মুসলিমরা ইহুদী-নাসারার ভয়ে সোজা হয়ে দাড়াতেও পারে না।
322892
২৭ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩২
লজিকাল ভাইছা লিখেছেন : চমৎকার লিখাটির জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ্‌ আমাদেরকে রাসূল(সঃ) প্রেমী হওয়ার তাওফিক দিন। জাজাকাল্লাহু খাইর।
২৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:০১
264099
কুয়েত থেকে লিখেছেন : লেখাটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ
322901
২৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
হতভাগা লিখেছেন : আজকের বাংলাদেশে আল্লাহ , তার রাসূল ও ইসলামকে অবমাননা করা একটা ফ্যাশনে দাড়িয়েছে । এই অবমাননাকারীকে মুক্তমনা ও বিজ্ঞানমনষ্ক হিসেবে পরিচয় দেওয়া হয় ।

পরকালে এরা কেউ কাউকে সাহায্য করতে এগিয়ে আসতে পারবে না।
২৮ মে ২০১৫ রাত ০১:২৪
264221
কুয়েত থেকে লিখেছেন : আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য এবং সটিক উপলব্দির জন্য। আসলে যে ভাল কাজ করলো সে তার নিজের জন্যই করলো। আল্লাহর সন্তোষ্টি পেতে হলে রাসুল (সাঃ)এর অনুস্বরন করতেই হবে।
322911
২৭ মে ২০১৫ রাত ০৮:৪৩
মাটিরলাঠি লিখেছেন :
অসাধরণ একটি লেখা। মন ছুঁয়ে গেলো। দরুদ ও সালাম নবী (সা)-র উপরে। Rose Rose

২৮ মে ২০১৫ রাত ০১:৩৬
264225
কুয়েত থেকে লিখেছেন : আপনাকে অসংখ্য ধন্যবাদ লেখাটি আপনার মন ছুঁয়ে যাওয়ার জন্য। শতকোটি দরুদ নবীজির প্রতি।
322950
২৭ মে ২০১৫ রাত ১১:০৫
আবু জান্নাত লিখেছেন : এক সময় ফেসবুকে এগুলো বেশি হতো। ব্লগেও কম হয়নি। কিন্তু কিছু কুচক্রী হত্যা হওয়ার কারণে এখন কিছুটা কমেছে। ইসলামী ব্লগার ও এক্টিভিষ্টরা জাগ্রত হলে ওরা পালানোর পথ পাবে না। সুন্তদ লিখাটির জন্য জাযাকাল্লাহ খাইর
২৮ মে ২০১৫ রাত ০১:৪১
264228
কুয়েত থেকে লিখেছেন : হাঁ ভাই প্রথমে আমাদেরকে কুরআন সুন্নার প্রকৃত অনুস্বারী হতে হবে। তারপর বাতিল পালাবার পথও পাবেনা।আপনাকে অনেক অনেক ধন্যবাদ
322953
২৭ মে ২০১৫ রাত ১১:১২
নীলাঞ্জনা লিখেছেন : উনি কেমন আল্লা? এক নবীকে তাল গাছে তুলে দিয়ে দিয়েছেন। অথচ উম্মত মুসলিমরা ইহুদী-নাসার ভয়ে সোজা করে দাড়াতেও পারে না।
২৮ মে ২০১৫ রাত ০১:৪৭
264229
কুয়েত থেকে লিখেছেন : ইহুদী-নাসারা ওরাকি শান্তিতে আছে?ঈমানহীন মুসলিমদের কারনেই আজ সমাজের দুরগতির কারন।ধন্যবাদ
322970
২৮ মে ২০১৫ রাত ০১:৪৭
কুয়েত থেকে লিখেছেন : ইহুদী-নাসারা ওরাকি শান্তিতে আছে?ঈমানহীন মুসলিমদের কারনেই আজ সমাজের দুরগতির কারন।ধন্যবাদ
২৮ মে ২০১৫ রাত ০২:৪৫
264230
নীলাঞ্জনা লিখেছেন : ওরা শান্তিতে নেই কে বলেছে? আল্লার মুমিনদের ঘাড়ে পা রেখ দিব্যি খাচ্ছে। আর আপনার আল্যা মোহাম্মদের ইজ্জত রক্ষায় পূর্ব-পশ্চিমে দাপাদাপি করে হয়রান। ঠিক কিনা?
322975
২৮ মে ২০১৫ রাত ০২:০৯
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
২৮ মে ২০১৫ দুপুর ০২:৫৫
264323
কুয়েত থেকে লিখেছেন : ভাল লাগার জন্য আপনাকে ধন্যবাদ
323306
২৯ মে ২০১৫ রাত ০৮:১৪
মোহাম্মদ লোকমান লিখেছেন : খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আল্লাহ আমাদেরকে নবীর (সাঃ) প্রতি যথাতথ সম্মান ও ভালবাসা প্রদর্শনের তাওফিক দান করুন।

عن أنس بن مالك رضي الله عنه قال:قال
النبي صلى الله عليه وسلم: (لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده، وولده، والناس أجمعين).
৩০ মে ২০১৫ দুপুর ০৩:৪৪
264877
কুয়েত থেকে লিখেছেন : আল্লাহর সন্তোষ্টি পেতে হলে নবীজিকে ভাল বাসতেই হবে এবং নবীজির সুন্নাহ অনুস্বরণ করতেই হবে। আপনার লেখা হাদিসটি তারই প্রমান আপনাকে অসংখ্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File